শারদা।

বয়ষা গেছে উড়িয়া মদ-মত্ততার;
হরষে আছে ফুটি বিশদ চিত্ত তার।
চমকি নাহি ঝলে দামিনী, বারবার;
কনকময়ী মূরতিখানি শারদার
স্নিগ্ধ ভাতি বিতরে প্রেম-মহিমার।
মুগ্ধ মনে পূজি শ্রীপদ প্রতিমার।
জলদে一
জলের কণা ছলকে না;
চল-বিজুলি ঝলকে না
অনল-বরণে।
শারদে ——
শুভ্র অতি অভ্রদল
খেলিছে দুলি, সুনির্ম্মল
শ্যামল গগনে।