স্বর্গ।


(১)


ওগো  ঊর্দ্ধলোকে স্বর্গ কোথা—
চির সুখের নগরী—
কৈলাসের আকাশ করি দীপ্ত?
যুক্তদেহে আসীন যথা
শঙ্কর ও শঙ্করী,
চরণ-তলে সিংহ বলদৃপ্ত?

(২)


তথা  নবীনা নাকি লতিকা যত
নব কোরকে পল্লবে;
সুখের চাপে সঘনে কাঁপে পর্ণ;
কুসুম ফোটে প্রেমের মত
মোহিয়া দেব-বল্লভে,
বিকাশে দলে আশার শত বর্ণ।
সুখ—  স্বপ্নমাখা আলোকে ভাতে
তটিনী চির রঙ্গিনী,
লহরী-পরে বিহারে নব সুষমা।
কিন্নরীরা বিহগ সাথে
সঙ্গীতের সঙ্গিনী।
যামিনী তথা নিত্য রাকা-ভূষণা

(৩)

যথা  জীবন বাঁধে পুরুষ নারী
অটুট প্রেম-প্রতানে,
চরণ-তলে দলিত রিপুবর্গ;
আলোক ভাতে, স্থখ বিথারি,
ভবনে আর পরাণে;
বিরাজে সেথা চির সুখের স্বর্গ।
নাহি  যৌবনেতে চঞ্চলতা;
চিত্তে চির তুষ্টি;
হাসির গায়ে চন্দ্র চির অঙ্কিত।
স্নিগ্ধ রসে আশার লতা
নিত্য লাভে পুষ্টি;
প্রেমের ফুলে মাধুরী চির সঞ্চিত।