পত্রাবলী (১৯১২-১৯৩২)/১০১

ডাঃ অমূল্যচরণ উকিলকে লিখিত

১০১
Mandalay

[C/o. D.I.G., I.B., C.I.D
13, Elysium Row
Calcutta]

{১১।৬।২৬ তারিখে প্রাপ্ত

শ্রদ্ধাস্পদেষু,

 আপনাব চিঠি হঠাৎ পেয়ে খুব আনন্দিত হয়েছি। মানুষের এমনই vanity যে লোকে আমাদের অভাব বোধ করে শুনলে এক যেন আনন্দ হয়। এই দুর্ব্বলতার উল্লেখ প্রবাসী; Alexander Selkirk-এর কবিতায় পাওয়া যায়—

“My friends, do they now and then
Send a wish or a thought after me?”

 আপনি যাহা লিখেছেন তাই খুব সত্য—জেলখানায় এসে সাধনার খুব অবসর পেয়েছি। কিন্তু দুঃখের বিষয়, শারীরিক অসুস্থতার দরুন এই সুযোগের আশানুরূপ সদ্ব্যবহার করতে পারি নাই। করবার মত কাজ এত রয়েছে কিন্তু তদনুরূপ শারীরিক সামর্থ্য আমার এখন নাই। এখানে আসার ফলে অন্য অনেক রকম শিক্ষা ও অভিজ্ঞতা লাভ করেছি কিন্তু হজমশক্তি নষ্ট হওয়ার দরুন পরিশ্রম করবার ক্ষমতা কমে গেছে। এখানে থাকতে যে শরীরের বিশেষ উন্নত হবে সে আশা কম।

 কর্ম্মীদের মধ্যে যে সংযম ও শৃঙ্খলার ভাব এখন কমে গেছে তা জেনে দুঃখিত হলুম। খবর কাগজ থেকে আমার ঠিক ঐ কথাই মনে হয়েছিল। এখন বোধ হয় সবাই স্ব ২ প্রধান হয়ে পড়েছে— তাই কোন নেতাকে মানতে চায় না। বাঙ্গলায় যে এখন নেতা বলে কেহ নাই—সে দোষ কাহার? নেতাদের না কর্ম্মীদের?

 Sincerity এবং tenacity আছে এইরূপ কর্ম্মীর বড় অভাব একথা ঠিক। এবং এ কথাও সত্য যে যাহারা নিজেদের কর্ম্মকে সাধনার অঙ্গীভূত করে নিতে পারে না—তাহারা খাঁটি কর্ম্মী হতে পারে না। তবে মানুষ ভিন্ন মানুষ সৃষ্টি আর কে করবে? Congress Politics এখন এত unreal হয়ে পড়েছে যে কোনও খাঁটি লোক ঐ কাজে সন্তুষ্ট হতে পারে না। এই অবস্থা দেখে যাহারা কিছু কাজ করতে চায় তাহারা বোধ হয় আর কাউন্সিলের সঙ্গে কোনও সংশ্রব রাখবে না। আমাদের সামনে এখন তিনটি বড় সমস্যা:—(১) স্বাস্থ্য সমস্যা (২) মধ্যবিত্ত শ্রেণীর অন্ন সমস্যা (৩) কৃষি সমস্যা।

 স্বাস্থ্য সমস্যা বিষয়ে Caullic-র Physical Efficiency, Macdougall-এর National Welfare and National Decay প্রভৃতি কয়েকখানা বই পড়ে আমি অনেক শিক্ষা পেয়েছি। ইংরাজ জাতির স্বাস্থ্য আমাদের চেয়ে অনেক ভাল কিন্তু তারাও আজ প্রায় ২০/২৫ বৎসর হ’ল উঠে পড়ে লেগেছে কি করে তাদের Physical and National efficiency আরও বাড়ে। মধ্যে কয়েকটা National Health Commission-ও বসেছে— এই তত্ত্ব প্রকাশ করার জন্য যে ইংরাজ জাতির স্বাস্থ্য পূর্ব্বাপেক্ষা উন্নত হয়েছে না খারাপ হয়েছে—এবং খারাপ হয়ে থাকলে কি ২ কারণে খারাপ হয়েছে এবং ঐ সব কারণ কি করিয়া দূর হইতে পারে। এ বিষয় আমাদের দেশে সমবেত ভাবে কোনও গবেষণা হয় নাই বললে বোধ হয় অত্যুক্তি হয় না। অথচ দিন ২ আমাদের স্বাস্থ্য খারাপ হচ্ছে। আমার মনে হয় যে আমাদের দেশে Muller's exercise এর বহুল প্রচলন হওয়া উচিত। ইহার দ্বারা বিনা ব্যয়ে শরীর সবল করতে পারা যায় এবং এই প্রণালী বোধ হয় আমাদের দেশের উপযোগী হবে। আমি নিজে কিছু উপকার পেয়েছি বলে বলতে ভরসা হয়। Muller-এর আর একটা গুণ এই যে পুরুষ, স্ত্রী ও শিশুদের জন্য ভিন্ন ভিন্ন ব্যায়াম প্রণালী নির্দিষ্ট হয়েছে! অবশ্য প্রণালীগুলি মূলতঃ এক। আপনি এ বিষয় কিছু Propaganda করলে পারেন।

 দেশের সব Scientist ও Industrialist-দের একত্র করে, তাহাদের সমবেত চেষ্টার দ্বারা মধ্যবিত্ত শ্রেণীর অন্ন সমস্যার সমাধান করবার চেষ্টা না করলে অদূর ভবিষ্যতে বোধ হয় আমাদের অনাহারে মরতে হবে। দেশের বর্ত্তমান অবস্থায় মধ্যবিত্ত শ্রেণী লোপ পেলে জাতি চিরকালের জন্য পঙ্গু হয়ে যাবে।

 আমাদের কৃষিসমস্যার সমাধান Co-operation-এর দ্বারা হতে পারে—অন্য পথ নাই। Co-operative Bank তো চাই-ই কিন্তু শুধু Bank-এর দ্বারা কার্য্যোদ্ধার হবে না। সমবায়ের দ্বারা বীজ, সার, লাঙ্গল, চাষের গরু প্রভৃতি ক্রয় করিয়া চাষীদের Cost of Production কমাইয়া Production বাড়াইতে হইবে। তার পর monopolist-কে উৎপন্ন শস্য বিক্রয় না করে সমবায়ের দ্বারা বেশী দরে শস্য বিক্রয় করবার চেষ্টা করতে হবে। অন্ন সমস্যার সমাধানের জন্য দেশের জনসাধারণ যদি সহযোগিতা ও একতা অভ্যাস না করে তবে কোনও মহৎ কাজের জন্য তাহারা সহযোগে কাজ করতে পারবে না। এবং পেটের ভাতের জন্য তাহার যদি সহযোগিতা অভ্যাস করে হাতে ২ ফল পায়—তাহা হলে তাহারা যে-কোনও মহৎ উদ্দেশ্যে একত্র হয়ে কাজ করতে পারবে। Co-operation-এর দ্বারা যদি কৃষি ও স্বাস্থ্য সমস্যার সমাধান না হয় তবে দেশের উন্নতি হবে না। আমাদের সব চেয়ে বড় অভাব initiative-এর। সহযোগিতায় কাজ করতে ২ initiative-এর বৃত্তি সকলের মধ্যে স্ফুরিত হয় এবং জাতীয় initiative জাগরূক হ’লে জাতিগঠনের আর বিলম্ব থাকে না। State-এর সাহায্যে চিকিৎসালয়ের সংখ্যা বাড়িয়ে গেলে বিশেষ কিছু লাভ হবে বলে আমার মনে হয় না—কারণ তার দ্বারা দেশবাসীর মধ্যে initiative জাগরূক হবে না। তাহার। কর্ম্মপ্রেরণা লাভ না করে, গভর্ণমেণ্টের উপর আরও বেশী নির্ভর করতে শিখবে, অবশ্য·····হিসাবে এবং সাময়িক প্রয়ােজনের নিমিত্ত হাসপাতাল, ডিস্পেন্সারি খুব ভাল, কিন্তু আমার মনে হয় যে আমাদের উদ্দেশ্য হওয়া উচিত দেশবাসীর মধ্যে কর্ম্মের প্রেরণা জাগিয়ে তােল এবং তাহারই সাহায্যে প্রধানতঃ সমবেত চেষ্টার দ্বারা স্বাস্থ্য, অন্ন ও কৃষি সমস্যার সমাধান কর।

 শ্রমজীবী শিক্ষণ পরিষৎ, বঙ্গীয় স্বাস্থ্য সমিতি এবং এই জাতীয় প্রতিষ্ঠানগুলি যদি সৎপথে পরিচালিত হয় তবে তাদের দ্বারা উপরােক্ত উদ্দেশ্য সিদ্ধ হতে পারে বলে আমি ভরসা করি। সুতরাং, এই সব প্রতিষ্ঠানের কাজে যথাসাধ্য সাহায্য করা উচিত। এইসব ক্ষুদ্র প্রতিষ্ঠান হয় তো একদিন বৃহৎ জাতীয় প্রতিষ্ঠানে পরিণত হবে।

 কর্পোরেশন সম্বন্ধে যাহা লিখিয়াছেন তা সত্য। ওদের স্বাস্থ্য বিভাগ প্রধানতঃ সরকারী বিভাগের মত। ঐ বিভাগকে democratize না করা পর্য্যন্ত কোনও কাজ হবে না। Ward Health Association-কে কেন্দ্র করে কাজ করে যেতে হবে—কিন্তু দুঃখের বিষয় কোনও Ward Health Association আজ পর্য্যন্ত সজীবতা প্রাপ্ত হল না। তার কারণ ঐ—সহযােগিতা ও কর্ম্মপ্রেরণার অভাব।

 আমি যখনই খালাস হই না কেন ভবিষ্যৎ কাজ সম্বন্ধে খুব clear-cut ideas নিয়ে যেতে পারব।

 খদ্দরের অবস্থা কি? দাম বাড়ছে, না কমছে? এখানে তো দুর্ম্মূল্য।

 বিধু ফিরে এসেছে শুনে সুখী হলুম। সে এখন কোথায় কাজ নেবে?

 জাতীয় আয়ুর্ব্বিজ্ঞান পত্রিকা পেয়ে সুখী হয়েছি। পত্রিকাটী বেশ সুন্দর হয়েছে। মেডিকেল বা কারমাইকেল কলেজে এরূপ পত্রিকা আছে বলে কখনও শুনি নাই। কতকগুলি প্রবন্ধ বেশ গবেষণাপূর্ণ বলে মনে হল। ছাপাও ভাল। আশা করি এই পত্রিকা একজনের বা কয়েকজনের সম্পত্তি হয়ে দাঁড়াবে না—এবং সকলেই ইহাতে যোগদান করবে। ছাত্রদের লিখতে দেওয়াতে খুব ভাল হয়েছে। ছাত্রদের প্রবন্ধ (ভাল হউক অথবা মন্দ হউক) একটা permanent feature হওয়া উচিত।

 আশা করি আপনারা সকলে ভাল আছেন। আমার শরীর একরকম। অবসর মত পত্র পেলে খুব সুখী হব বলা বাহুল্য। আমার শ্রদ্ধা জানিবেন। ইতি—

সুভাষচন্দ্র বসু

পুনঃ

 শুনলাম যে জাতীয় আয়ুর্ব্বিজ্ঞান বিদ্যালয়ের ছাত্রেরা ধর্ম্মঘট করে কর্ত্তৃপক্ষদের জানিয়েছে যে তাদের কলেজ affiliate করা উচিত। আমি নিজে affiliation-এর বিরোধী এবং affiliation হলে কলিকাতা কর্পোরেশন যে কেন ঐ কলেজকে এত সাহায্য করবে তার কোনও কারণ দেখছি না। এ বিষয় ছাত্রদের dictate করবার অধিকার নাই। কারণ তাহারা যখন ভর্ত্তি হয়েছিল তখন কলেজের বর্ত্তমান অবস্থা জেনে শুনে ভর্ত্তি হয়েছিল, তাহারা জানত যে কলেজ affiliated নয় বা affiliated হবার আশা নাই। কলেজের অবস্থা যত ভাল হচ্ছে তত slave mentality দেখা দিচ্ছে। সুন্দরী বাবু ও কুমুদশঙ্কর বাবুকে আমার মত জানাবেন।

ইতি—
সুভাষ