পত্রাবলী (১৯১২-১৯৩২)/১৩৮
সত্যেন্দ্রচন্দ্র মিত্রকে লিখিত
প্রিয়বরেষু,
সত্যেনবাবু, আপনার প্রত্যেকটি পত্রই আমি পাইয়াছি। প্রথমটি পাইলাম লালমোহনবাবুর মারফৎ, পরবর্ত্তী দুইটি ডাকযোগে শিমলা হইতে এবং শিমলা হইতেই আপনার ২২শে তারিখে লিখিত পত্রটি এইমাত্র হস্তগত হইল।
আমি ইচ্ছা করিয়াই আপনাকে ডাকযোগে পত্র দিই নাই। তাহার কারণ আমাদের প্রত্যেকটি পত্রে গোপনে অন্যায় হস্তক্ষেপ করা হইয়া থাকে। সাক্ষাতের কথোপকথন এবং চাক্ষুষ কথাবার্ত্তার জন্য বিশেষভাবে অপেক্ষা করিয়া আছি।
আপনার মধ্যস্থতায় ডাঃ বিপিন সেন চেয়ারম্যান নির্ব্বাচিত হইতে পারেন এই মর্ম্মে যখন শোনা যাইতেছে তখন সে বিষয় আপনার এখন একবার অবশ্যই ময়মনসিংহ যাওয়া শ্রেয়। তবে ডাঃ সেন যদি আপনার সাহায্য ও সহযোগিতার প্রয়োজন অনুভব না করেন তাহা হইলে সেখানে যাওয়ার ক্লেশটুকু বরণ করার প্রয়োজন নাই। ডাঃ সেনের নিকট হইতে সংবাদ লাভের পর আপনি এ বিষয়ে যাহা করণীয় তাহা স্থির করিবেন।
আমি এখানে অক্টোবরের মাঝামাঝি পর্য্যন্ত আছি, কারণ বাড়ীটি ১৫ই অক্টোবর পর্য্যন্ত লওয়া আছে, তাহার পর আমি কলিকাতায় যাইব। ষ্টিমার যাত্রাটি অতীব মনোরম বলিয়া আমি গৌহাটি হইতে ষ্টিমারে যাইতে পারি অথবা ট্রেনেও যাইতে পারি। এ বিষয়ে চূড়ান্তভাবে স্থির হইবে মেজদাদা আসিলে। আজ সন্ধ্যায় তাঁহার এখানে পৌঁছানোর কথা আছে। আমাদের যাত্রা সম্বন্ধে নিশ্চিত সিদ্ধান্তে উপনীত হইলেও সে বিষয়ে বিশদভাবে আমি আপনাকে জানাইব, তখন আপনিও স্থির করিতে পারিবেন যে আপনি শিলং পর্য্যন্ত আসিবেন অথবা কলিকাতাতেই আমার জন্য প্রতীক্ষা করিবেন।
শুনিলাম এই সন্ধ্যায় ডাঃ রায়ও আসিতেছেন। আমি যদি বুঝি যে কোন গুরুতর পরিস্থিতির জন্য বা কোন বিশেষ বিষয়কে কেন্দ্র করিয়া আলোচনার জন্য অবিলম্বে আমাদের সাক্ষাৎকার প্রয়োজন, তাহা হইলে আমি তৎক্ষণাৎ আপনাকে জানাইব যে কলিকাতায় আমার জন্য অপেক্ষা করার পরিবর্ত্তে আপনি অবিলম্বে এখানে চলিয়া আসুন। এ বিষয়ে আমি যদি অগ্রণী না-ও হই, তাহা হইলে আপনার উপরেই সে ভার ছাড়িয়া দিলাম, যাহা উচিত বিবেচনা হয় করিবেন। অবশ্য ইহা বলা বাহুল্য যে, এখানে আপনি সর্ব্বদাই বিশেষভাবে আমন্ত্রিত জানিবেন। যখন খুশী চলিয়া আসিবেন, শুধু উপযুক্ত ব্যবস্থাদি অবলম্বনের জন্য কেবল সময়মত সংবাদটি জানাইয়া দিবেন।
আমি সর্ব্বশ্রী শ্রীযুক্ত শাসমল, সাতকড়িপতি রায়, অবিনাশ রায়, শৈলেশ বিশি, প্রতাপ গুহরায়, সুশীল বন্দ্যোপাধ্যায় এবং শ্রীযুক্তা ঊর্ম্মিলা দেবীর সহিত আমার মুক্তিলাভের পর সাক্ষাৎ করিয়াছি। শ্রীযুক্তা ঊর্ম্মিলা দেবীর সহিত আমি দুইবার সাক্ষাৎ করিয়াছি, মোটের উপর বিভিন্ন দলের মধ্যে মতগত পার্থক্যের বিলোপ সাধনে কোন প্রচেষ্টাই বাদ দিই নাই।
যাই হোক যদি আমাকে ডাক বিভাগের মাধ্যমে পারস্পরিক যোগসুত্র রাখিতে হয়, তাহা হইলে বন্ধ খামের আশ্রয় গ্রহণ করাই উচিত। হেতু বলা নিষ্প্রয়োজন।
হঠাৎ শেষ মুহূর্ত্তে কোন অপ্রতিরোধ্য বাধা না আসিলে আমি মাদ্রাজ কংগ্রেসে অবশ্যই যাইব।
পণ্ডিত মতিলাল ইংল্যাণ্ড হইতে ঠিক কবে স্বদেশ অভিমুখে যাত্রা করিবেন তাহা আপনি জানেন কি? কংগ্রেসীদের মন্ত্রিত্ব গ্রহণ সম্পর্কিত ডাঃ আনসারীর প্রস্তাবটি মহাত্মা গান্ধী সমর্থন করিতেছেন কিনা সে বিষয় আপনার কিছু জানা আছে কি?
আপনার মুক্তিলাভের প্রাক্কালে ম্যাণ্ডেলেতে আপনার উদ্দেশে যে পত্র আমি প্রেরণ করিয়াছি তাহা কি আপনি পাইয়াছেন? আমার মনে হয় আপনার মুক্তির পর উহা আমার দ্বিতীয় পত্র। উহা যদি এখনও আপনার হাতে পৌঁছাইয়া না থাকে তাহলে সে বিষয়ে মিঃ লোম্যানকে আমি লিখিতে ইচ্ছা করি।
আমরা সাক্ষাতের জন্য ব্যাকুলতা ও আগ্রহের সহিত প্রতীক্ষারত জানিবেন।
আশা করি সর্ব্বাঙ্গীণ কুশলে আছেন। আমি ক্রমশঃই আরোগ্যলাভ করিতেছি।
প্রীতি গ্রহণ করিবেন।
সুভাষ
(ইংরাজী হইতে অনূদিত)