পত্রাবলী (১৯১২-১৯৩২)/১৩৭
শ্রীযুক্তা বাসন্তী দেবীকে লিখিত
পরম পূজনীয়া মা,
শ্রীচরণেষু—
আপনার ২ তারিখের চিঠি যথা সময়ে পেয়েছি। এখানে পৌঁছবার পর আপনাকে পত্র দিয়েছি—আশা করি তাহা যথা সময়ে পেয়েছেন। এখানে আসার পর এক সপ্তাহ ক্রমাগত বৃষ্টি হয়েছে—ঠিক ভরা বাদর। যা হোক্ কাল থেকে রোদ পাওয়া যাচ্ছে। এখনও আকাশে মেঘ জমা রয়েছে—সুতরাং এমাসটাও বোধ হয় অল্পবিস্তর বৃষ্টি হবে। হজমের দোষ এখনও আছে—তা ছাড়া শরীর ভালই আছে।
সেপ্টেম্বর মাসটা এখানে আছি। অক্টোবর মাসটাও থাকতে পারি যদি বাড়ীটা এক মাসের জন্য পাওয়া যায়। যদি না পাওয়া যায়, তবে অক্টোবরের গোড়ায় কলিকাতায় ফিরব। তার পর হয় পুরুলিয়া না হয় সিজুয়া যাবার ইচ্ছা আছে। আপনি কবে পুরুলিয়া যাবেন এবং কতদিন থাকবেন—আমাকে জানাবেন। পুরুলিয়াতে আপনার সঙ্গে আর কে থাকবেন? সুধীরবাবুরা কোথায় যাওয়া স্থির করলেন?
আপনার শরীর কেমন আছে? Heart-এর কষ্ট কি আজকাল হয়? আপনার শরীর সম্বন্ধে একটু বিস্তৃত লিখবেন কি? ইতি—