পত্রাবলী (১৯১২-১৯৩২)/১৪২
(পৃ. ৩৬০-৩৬১)
১৪২
38/1, Elgin Road
Calcutta
২৪।১০।২৭
পরম পূজনীয়া মা,
শ্রীচরণেষু—
আজ সকালে নিরাপদে আসিয়া পৌঁছিয়াছি। এখানে সকলে ভাল আছেন।
মেজদাদা, মেজবৌদিদি ও বাকী ছেলেমেয়েরা আজ আসিয়া পৌঁছিয়াছেন। নেড়ার আর জ্বর হয় নাই। সে ভাল আছে কিন্তু বড় দুর্ব্বল। ডাঃ রায়ও আজ আসিয়া পৌঁছিয়াছেন। শ্রীযুক্ত শ্রীনিবাস আয়েঙ্গার কাল আসিবেন—একথা শুনিতেছি।
বৈকালে সত্যেনবাবু, কিরণবাবু প্রভৃতির সঙ্গে দেখা হইবে। আশা করি আপনারা সকলে ভাল আছেন। আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিবেন। ইতি—
আপনার সেবক
সুভাষ
সুভাষ