পত্রাবলী (১৯১২-১৯৩২)/১৪৫
(পৃ. ৩৬৩-৩৬৪)
১৪৫
C/o S. K. Basu Esq.
E. Road
Jamshedpur
১৫।১০।২৮
সোমবার
শ্রীচরণেষু—
মা, শুনলুম যে কাগজে বেরিয়েছে যে আমি ১৬ তারিখে পুরুলিয়া যাচ্ছি। খবর কোথা থেকে বেরিয়েছে আমি জানি না—কারণ যাওয়ার স্থিরতা এখনও নাই। এ সপ্তাহের মধ্যে কলিকাতা যাবার ইচ্ছা আছে এবং যাওয়ার পথে পুরুলিয়া যাবার ইচ্ছাও আছে। কিন্তু বেশীদিন থাকা সম্ভব নয়, কারণ কলিকাতা থেকে যে চিঠি পেয়েছি— তাতে শীঘ্রই ওখানে যাওয়া দরকার। এখন ভয় হচ্ছে যে পুরুলিয়ায় গেলে সেখানে আটকে যাব এবং বেশী দেরী হয়ে যাবে। তাই এখন ভাবছি যে সোজা কলিকাতায় চলে যাব কি না। যা হোক্ পুরুলিয়ায় খাওয়া যদি স্থির করি তবে টেলিগ্রাম করে জানাব।
আশা করি ওখানকার সব কুশল। আমি একপ্রকার ভাল আছি। আমার ভক্তিপূর্ণ প্রণাম জানবেন। ইতি—
সেবক
শ্রীসুভাষ
শ্রীসুভাষ