পত্রাবলী (১৯১২-১৯৩২)/১৪৬
(পৃ. ৩৬৪)
১৪৬
1, Woodburn Park
7.11.28
শ্রীচরণকমলেষু—
মা, আজ দিল্লী থেকে ফিরেছি। ভালই আছি। রাত্রে রওনা হচ্ছি—জামসেদপুরে। সেখানে এক সপ্তাহ থাকব। ওখানকার খবর কি? সুধীরবাবুর সঙ্গে দেখা হয়েছে—শরীর বেশ ভাল হয়েছে। আমার ঠিকানা 27 E. Road, Jamshedpur। ওখানে কতদিন থাকবেন?
আমার ভক্তিপূর্ণ প্রণাম জানবেন। ইতি—
আপনাদের সেবক
সুভাষ
সুভাষ