পত্রাবলী (১৯১২-১৯৩২)/১৫৩

১৫৩
Alipore Court
২৩।১।৩০

শ্রীচরণেষু—

 মা, আপনার সব চিঠি পেয়েছি। নানা গোলমালের জন্য সময় মত উত্তর দিতে পারি নাই। আজ এক বৎসরের কারাদণ্ড আদেশ হয়েছে। আমরা সকলে ভাল আছি—বেশ আনন্দের সঙ্গে জয়যাত্রা করব—রাজমন্দিরের দিকে। আপনার স্নেহাশীর্ব্বাদ আমাকে সর্ব্বদা ঘিরে রাখবে—এ আমার অন্তরের বিশ্বাস। আপনার শরীর খারাপ শুনে বড় চিন্তিত হয়েছি। আপনি অবিলম্বে কলিকাতায় এসে ডাঃ রায়কে চিকিৎসা করতে দিবেন। এ আমার একান্ত অনুরোধ—একথা রাখবেন।

ইতি—

আপনার সেবক

সুভাষ