পত্রাবলী (১৯১২-১৯৩২)/১৫৪

১৫৪
1, Woodburn Park
Calcutta
7.11.30

শ্রীচরণকমলেষু—

 মা, আপনার পত্রগুলি পেয়েছি কিন্তু উত্তর দিতে পারি নাই। আপনি বোধ হয় রাগ করেছেন অথবা দুঃখিত হয়েছেন। কিন্তু আমি ক্ষমা প্রার্থনা করব না—কারণ আমার স্বভাব আপনি জানেন। উত্তর তাড়াতাড়ি সব সময় দিতে পারি না।

 আপনারা কেমন আছেন। আমি এক রকম ভাল আছি—যদিও মুহূর্ত্তকাল বিশ্রাম করতে পারি না। ইচ্ছা সত্ত্বেও কলিকাতার বাহিরে যেতে পারি নাই। আপনি কবে আসছেন? ইতি—

আপনার সেবক
সুভাষ