পত্রাবলী (১৯১২-১৯৩২)/২৭
(পৃ. ৫৬-৫৭)
২৭
3-10-15
শনিবার—
এক দিকে........ব্রহ্মানন্দের কথা মনে পড়ে, অপর দিকে পাশ্চাত্ত্য আদর্শ—Life is activity। একদিকে Silent and peaceful life of an introspective...... Yogi who has realised the futility of the world. অপর দিকে পাশ্চাত্ত্যদের প্রকাণ্ড laboratory,তাহাদের বিজ্ঞান দর্শন তাহাদের আবিষ্কৃত ও উদ্ভাবিত অদ্ভুত জ্ঞানরাশি। তখন ইচ্ছা করে তাহাদের দেশে গিয়ে ১০।১২ বৎসর ধরে জ্ঞানার্জ্জনে মজে যাই, যে কিছু লাভ করিয়াছে—সেই ত দান করিতে পারে। তখন মনে হয় একবার—তাদের কর্ম্মের স্রোতে ঝাঁপ দিই—তারপর দেখি—সেই স্রোতে গা ভাসিয়ে না দিয়ে সেই স্রোতকে চালিত করিতে পারি কি না।......