পত্রাবলী (১৯১২-১৯৩২)/৩৩

৩৩
Vishram Kutir
Kurseong
১৭ই নভেম্বর, (১৯১৫)

 বুদ্ধদেবের উপদেশ খুব ভাল লাগিবার কথা—তবে সে উপদেশ অক্ষরে ২ পালন করিলেই সুখী হইব। করিবে কি?

 * * *

 জীবন সমস্যার মীমাংসা অনেকটা ঠিক করিয়াছি। আজ হঠাৎ বেশ একটা মীমাংসা হইয়া গেল। Intellectually solve করিয়াছি—main principles ঠিক করিয়াছি তবে কয়েকটা minor details ঠিক করি নাই। I now want the iron will to carry out the plan into systematic details. আমার ভিতরে system-এর অভাব—systematically কাজ করিতে পারি না—অভ্যাস দ্বারা এটা ঠিক করিয়া লইতে হইবে।

 * * *

 কাল সকালে খুব সম্ভব দার্জিলিঙ যাইতেছি—তথা হইতে সিঞ্চল পাহাড় যাইবার ইচ্ছা—সিঞ্চল (Sinchal) পাহাড় থেকে পরিষ্কার আকাশে Mt. Everest দেখা যায়। ২।৩ দিনের ভিতরে এখানে ফিরিব।