পত্রাবলী (১৯১২-১৯৩২)/৪০

৪০
৩৮/২, এলগিন রোড
কলিকাতা
৬।৩।১৬
সোমবার

হেমন্ত,

 তোমার চিঠি না পাওয়ার জন্য চিন্তিত আছি। আমার পত্র পাও নাই কি? আমাদের পত্র intercepted হইতেছে। আমার শেষ পত্র বোধ হয় Committee-র সম্মুখে সাক্ষী দেওয়ার পরের দিন লিখেছি। শুনিয়া থাকিবে যে হোষ্টেল বন্ধ হইয়া গিয়াছে এবং কলেজ খুব সম্ভব ছুটির এদিকে খুলিবে না। আমাদের উপর Committee-র attitude ভাল বলিয়া মনে হয় এবং আশা করি নির্দ্দোষ সাব্যস্ত না করিলেও benefit of doubt দিবে। যাক্— এখন কেবল অপেক্ষা করিতে হইবে। আমার চিঠিপত্র ছিঁড়িয়া ফেলিলে বোধ হয় ভাল হইবে।

 ওখানকার খবর দিও। বেণীবাবুর সঙ্গে একদিন কথাবার্ত্তা হয়েছিল। তিনি ছেলেদের খুব গালাগালি করিলেন। এবং জেমস সাহেবের সহিত খুব সহানুভূতি করিলেন।

 তোমার শরীর কেমন? কেমন আছ লিখিবে। আশা করি, উপযুক্ত যত্ন লইতেছ এবং আমাকে এ সম্বন্ধে আর কিছু বলিতে হইবে না। শীঘ্র উত্তর দিও।

ইতি— 

তোমার 

সুভাষচন্দ্র