পত্রাবলী (১৯১২-১৯৩২)/৪৭

৪৭
8 Glenmore Road
Belsize Park
London N.W.3.
Undated (১৯১৯)

হেমন্ত,

 তোমাকে একটা বিস্তৃত পত্র লিখিতেছি—সেটা সম্পূর্ণ হয় নাই। এ পত্রে তোমাকে শুধু আমার পঁহুছান সংবাদ এবং ঠিকানা দিলাম। এখন বড় ব্যস্ত আছি—কারণ কোথায় পড়িব ঠিক করিতে পারি নাই। আগামী মেলে তোমাকে বিস্তৃত পত্র দিব। আমার বড় দাদাও এই বাড়ীতে আছেন। আমি ২০শে অক্টোবর লণ্ডনে এসে পঁহুছিয়াছি। প্রমথকে খবর দিও যে যুগলদা এখনও Marseilles-এ আছেন। তিনি November or December মাসে তাঁর regiment-এর সহিত India যাবেন। সেখানে তাঁহারা বোধ হয় April 1920তে demobilised হইবেন। ধীরেনের পিতা Mr. M. M. Dhar-এর নিকট হইতে আমি এই সংবাদ পাইলাম। আমি নিজে যুগলদাকে লিখিয়া খবর আনাইব এবং তোমাদের জানাইব।

 Bharat Ch. Dhar মহাশয়ের পুত্রও এই বাড়ীতে আছেন। তিনি London-এ B’ Com. পড়িবার জন্য আসিয়াছেন। এখানে বড় শীত লাগিতেছে। এখন তবে আসি।···তাড়াতাড়িতে আর লিখিতে পারিলাম না।

ইতি—
তোমার সুভাষ