পত্রাবলী (১৯১২-১৯৩২)/৬৬

◄  ৬৫
৬৭  ►
৬৬
বহরমপুর জেলা
সোমবার
৮।১২।২৪

পরম পূজনীয় মেজদাদা,

 গত বুধবার আমি এখানে পৌঁছিয়াছি—অথবা বলা যায় আমাকে এখানে লইয়া আসা হইয়াছে। এখানে আমি ভালই আছি।

 ইংলিশম্যান ও ক্যাথলিক হেরাল্ডের বিরুদ্ধে মানহানির মামলার বিষয়ে আমার সলিসিটরদের কোনও নির্দ্দেশ পাঠাইতে বা মামলার অগ্রগতি সম্বন্ধে কোনও খবরাখবর করিতে আমি অসমর্থ বলিয়া দুঃখিত। আমাকে এখানে বদলি করার উদ্দেশ্য আমার নিকট দিবালোকের মতই স্পষ্ট।

 অনুগ্রহ করিয়া রামিয়াকে বলিবেন যে, আলিপুর সেণ্ট্রাল জেলে আমি যে সেক্রেটারিয়েট টেবিল ও চেয়ার ব্যবহার করিতাম উহা যেন তিনি সরাইয়া লইয়া যান। পূর্ব্বেকার ইচ্ছানুযায়ী উহা আমি সঙ্গে করিয়া এখানে লইয়া আসি নাই। পৌরশাসন সংক্রান্ত কিছু কিছু বইও আমাকে পাঠাইতে বলিবেন। কর্পোরেশনের লাইব্রেরীতে বইগুলি হয়ত থাকিতে পারে।

 * * *

 এখন কিছুদিন আপনাদের কাহারও সহিত বোধ হয় সাক্ষাৎ হইবে না। সপ্তাহে মাত্র ২ খানা পত্র আমাকে লিখিতে দেওয়া হয় তবে আমার নিকট যত খুশী পত্র লেখা যাইতে পারে।

 মা এখন কোথায় আছেন? বাবা কটকেই আছেন বােধহয়। আপনারা সকলে কেমন আছেন?

 Statesman-এ প্রকাশিত প্রবন্ধটি সম্পর্কে উকিলদের অভিমত জানিবার জন্য উদ্‌গ্রীব হইয়া আছি।

 মিউনিসিপ্যাল গেজেটের চতুর্থ সংখ্যা আমি পাই নাই। উহা যেন আমাকে অবশ্যই নিয়মিত পাঠানো হয়।

 আমি এখানে ভালই আছি।

ইতি—

আপনার স্নেহের
সুভাষ

(এস. সি. বােস)
শ্রীযুক্ত এস. সি. বসু
(বার-এট-ল)

(ইংরাজী হইতে অনূদিত)