পত্রাবলী (১৯১২-১৯৩২)/৭২
(পৃ. ১৩৫)
৭২
(শরৎচন্দ্র বসুকে লিখিত)
মান্দালয় সেণ্টাল জেল
১৩।৬।২৫
আপনাকে পত্র দিবার পর গভর্ণমেণ্ট আমাকে জানাইয়াছেন যে, বাঙ্গলা দেশে আমাকে বদলি করার জন্য যে আবেদন আমি পাঠাইয়াছিলাম উহা তাঁহারা অগ্রাহ্য করিয়াছেন। বর্মা দেশে আসার পর আমার ওজন ১০ পাউণ্ড কমিয়া গিয়াছে।