পাতা:বাঙ্গালার ইতিহাস প্রথম ভাগ (রাখাল দাস বন্দোপাধ্যায়).djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তৃতীয় পরিচ্ছেদ।
৩৯

সুবর্ণ মুদ্রা আবিষ্কৃত হইয়াছিল[১]। ১৮৯০ খৃষ্টাব্দে মুরশিদাবাদ জেলায় দ্বিতীয় বা তৃতীয় বাসুদেবের একটি কদাকার সুবর্ণ মুদ্রা আবিষ্কৃত হইয়াছিল; ইহা এসিয়াটিক সোসাইটিতে প্রেরিত হইয়াছিল[২] কিন্তু এখন আর ইহা দেখিতে পাওয়া যায় না। দ্বিতীয় বা তৃতীয় বাসুদেবের বহু সুবর্ণমুদ্রা কলিকাতার সরকারী চিত্রশালায় রক্ষিত আছে[৩] কিন্তু ইহার মধ্যে কোন্‌টি মুরশিদাবাদ জেলায় আবিষ্কৃত, তাহা নির্ণয় করা অসম্ভব।

 বুদ্ধগয়ার মন্দিরের প্রাঙ্গণ ও প্রথমতল বহুকালাবধি বালুকায় আচ্ছাদিত ছিল। ১৮৮০ হইতে ১৮৯২ খৃষ্টাব্দ পর্য্যন্ত শ্রীযুক্ত জে, ডি, এম্ বেগলার মহাবোধিমন্দির খনন ও সংস্কার কার্য্যে নিযুক্ত ছিলেন। এই সময়ে রক্তবর্ণ প্রস্তরনির্ম্মিত একটি বোধিসত্ত্ব-মূর্ত্তি আবিষ্কৃত হইয়াছিল[৪]; এই মূর্ত্তিটি মগধের শকাধিকারের অপর নিদর্শন। ইহা মথুরার রক্তবর্ণ প্রস্তরনির্ম্মিত এবং সম্ভবতঃ এই মূর্ত্তি মথুরায় নির্ম্মিত হইয়া প্রতিষ্ঠার জন্য মহাবোধিতে আনীত হইয়াছিল। কাণিষ্কের ৩য় রাজ্যাঙ্কে বারাণসীতে প্রতিষ্ঠিত বোধিসত্ত্বমূর্ত্তি[৫], এবং শ্রাবস্তীর ধ্বংসাবশেষ মধ্যে আবিষ্কৃত বোধিসত্ত্ব মূর্ত্তিদ্বয়[৬], প্রতিষ্ঠার জন্য মথুরা হইতে বারাণসী ও শ্রাবস্তীতে নীত হইয়াছিল। এই মূর্ত্তির পাদপীঠে একটি

  1. শ্রীযুক্ত রমাপ্রসাদ চন্দ রচিত গৌড়রাজমালা, পৃঃ ৪।
  2. Proceedings of the Asiatic Society of Bengal, 1890, p. 162.
  3. V. A. Smith, Catalogue of Coins in the Indian Museum, Calcutta, Vol. I. pp. 87-88.
  4. Cunningham’s Mahabodhi, pp. 7 and 21; pl. XXV.
  5. Epigraphia Indica, Vol. VIII, p. 175.
  6. Ibid, p. 180; Annual Report of the Archaeological Survey of India, 1908-9, p. 135.