এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
নানা গল্প
‘দেশ-বিদেশের গল্প’ নামাঙ্কিত গুচ্ছটিতে প্রধানত রূপকথা, রাজা-উজিরের কাহিনী ও পুরোনো দিনের বিষয় সঞ্চিত হয়েছে; সেগুলিতে সুকুমার রায়ের কবিকল্পনা ও রসিকতা দুয়ের ধারা মোটামুটি অন্তঃসলিলা। আর ‘নানা গল্প’ অংশে সেই দলটি গুণ স্পষ্টভাবে প্রকাশিত; অধিকাংশ গল্পে দটি বৈশিষ্ট্যই সমানভাবে মেশানো থাকলেও কয়েকটি প্রধানত কল্পনাশ্রিত আর কয়েকটি বিশুদ্ধ মজার গল্প।
খুব ছোটদের থেকে আরম্ভ করে কিশোরদের উপযোগী পর্যন্ত উনিশটি গল্প এখানে গ্রথিত হয়েছে। দুয়েকটিতে ইংরেজির ছায়া থাকলেও পরিবেশনে সবগুলিই দেশী।