পাতা:সুকুমার রায় রচনাবলী-প্রথম খণ্ড.djvu/২৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করার সময় সমস্যা ছিল।

ও বাবা রে! এ কেরে ভাই? মারবে নাক চাঁটি?
আমি ভাবছি রমেশ বুঝি! সব করেছে মাটি!
আবার দেখ চোখ পাকিয়ে আসছে আমায় তেড়ে—
আর কেন ভাই? দৌড়ে পালাই, প্রাণের আশা ছেড়ে!

সন্দেশ—১০২৪

বুঝবার ভুল

এম্নি পড়ায় মন বসেছে, পড়ার নেশায় টিফিন ভোলে!
সাম্‌নে গিয়ে উৎসাহ দেই মিষ্টি দুটো বাক্য বলে।

হাসির ও নাটকীয় কবিতা
২৫৫