পাতা আলাপ:আনন্দ রহো.djvu/১৪

সাম্প্রতিক মন্তব্য: Bellayet কর্তৃক ১০ বছর পূর্বে "বিভিন্ন ট্যাগ নিয়ে সাহায্য দরকার" অনুচ্ছেদে

বিভিন্ন ট্যাগ নিয়ে সাহায্য দরকার সম্পাদনা

এই পাতাটিতে নাটকের মধ্যে একটা গান রয়েছে যা কবিতার আদলে আছে। এটা বইয়ের মত করে দেখাতে পারছি না। poem ট্যাগ ব্যবহার করলে হচ্ছে না।
আবার একটা বাক্য আছেঃ "(নেপথ্যে)গীত - ছায়ানট - খেমটা।"
যাতে "(নেপথ্যে)" আছে লেফট এলাইন্ড আর বাকি অংশ সেন্টার এলাইন্ড।
"(নেপথ্যে)" শব্দটির পর center ট্যাগ ব্যবহার করলে "গীত - ছায়ানট - খেমটা।" অংশটা পরের লাইনে চলে যাচ্ছে।
কেউ সাহায্য করলে উপকৃত হব। Fahim0120 (আলাপ) ১৩:৩০, ৯ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

ইংরেজি উইসোর্স থেকে কিছু টেম্পপ্লেট ইম্পোর্ট করার জন্য বাগ ফাইল করেছি। সমস্যাটির সমাধান হলে ইংরেজি উইকিপিডিয়া থেকে টেম্পপ্লেট সরাসরি উইকিসংকলনে আনা যাবে। তাই আপাতত টাইপিং চালিয়ে যান। পরবর্তীতে প্রুফরিড করা সময় ফরমেটিং ঠিক করে নেওয়া যাবে।--বেলায়েত (আলাপ | অবদান) ১৭:৩৪, ৯ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
"আনন্দ রহো.djvu/১৪" পাতায় ফেরত যান।