পূরবী/সঞ্চিতা/অবসান

অবসান

বিরহ-বৎসর পরে, মিলনের বীণা
তেমন উন্মাদ-মন্দ্রে কেন বাজিলি না?
কেন তাের সপ্তস্বর সপ্তস্বর্গ পানে
ছুটিয়া গেলাে না ঊর্দ্ধে উদ্দাম পরাণে
বসন্তে মানস-যাত্রী বলাকার মতাে?
কেন তাের সর্ব্বতন্ত্র সবলে প্রহত
মিলিত ঝঙ্কার ভরে কাঁপিয়া কাঁদিয়া
আনন্দের আর্তরবে চিত্ত উন্মাদিয়া
উঠিল না বাজি’? হতাশ্বাস মৃদুস্বরে
গুঞ্জরিয়া গুঞ্জরিয়া লাজে শঙ্কাভরে
কেন মৌন হ’লো? তবে কি আমারি প্রিয়া
সে পরশ-নিপুণতা গিয়াছে ভুলিয়া?
তবে কি আমারি বীণা ধূলিচ্ছন্ন-তার,
সেদিনের মতাে ক’রে বাজেনাকো আর?


(প্র—ভাদ্র, ১৩০৩)