প্রবাদমালা (১৮৬৮)/ঢ
ঢ
- ঢলাঢলা লাউপাতা, তোমার ভেয়ের গোণাগাঁথা
- ঢাক্ ঢোল বেজেগেল, কুলার ডগ্ডগী। *
- ঢাক্ থুয়ে চণ্ডীপাঠ।
- ঢাক্থো পাছাড় লাগ।
- ঢাকের কাছে টিমটিমী।
- ঢাকের দামে মনসা বিকিল।
- ঢাকীশুদ্ধ সহমরণ (বা বিসর্জ্জন)।
- ঢাল নাই তরওয়ার নাই, আনন্দিরাম সর্দার।
- ঢালে খাঁড়ায় বেহাতী।
- ঢিপ্লে সুবোধ।
- ঢেউ দেখে লা ডুবিও না।
- ঢেঁক্শেলে না উঠ্তে পায়।
হাবলে হাবলে কুঁড় খায়॥ - ঢেঁক্শেলে যদি মাণিক পাই
তবে কেন পর্ব্বতে যাই॥ - ঢেঁকি কেন গাঁ বেড়াইক্ না, গড়ে পড়্লেই হৈল।
- ঢেঁকির কচ্ কচি।
- ঢেঁকির স্বর্গে গেলেও ধানভানিতে হয়।