জেমস লঙ সম্পাদিত
(পৃ. ৫৩-৫৬)
◄  
  ►

  1. তপ্তজলে ঘর পুড়ে না।
  2. তবুও ধেনু বলি নি।
  3. তলে তলে জড়্‌ কাটে, উপরে জল ঢালে।
  4. তাঁতি কুলও গেল, বৈষ্ণব কুলও গেল।
  5. তাঁতির খৈয়ে বন্ধন।
  6. তাত্‌ সহেত বাত সহে না।
    মানীর মান কখন যায় না॥
  7. তালগাছে বাবুয়ের বাসা।
    নেড়া মাগির দেখ্‌ তামাসা॥
  8. তালপাতার ছায়া।
  9. তালপাতার সিপাই।
  10. তালপুকুর নাম আছে।
  11. তাল বাড়ে ঝোপে, খেজুর বাড়ে কোপে।
  12. তালে হাত মাদালে হাত।
  13. তাহার ভক্তি দেখে হরিভক্তি উড়ে গেল।
  14. তিনকাল গেছে এককাল আছে।
  15. তিন মাথা যার, বুদ্ধি লবে তার।
  16. তিন সুবুদ্ধির কথা।
    জলে আগুণ লাগ্‌লে মাচ্‌ থাকে কোথা॥
  17. তিনি আছেন রাজপথে।
    দূর্ব্বাঘাসের কোঁত্‌কা হাতে॥
  18. তিনকাঞ্চনে দানসাগরের কীল।
  19. তিল্‌কে তাল কয়ে বসে।
  20. তীর্থের কাকের মত বসে থাকা।
  21. তুই খল্‌সে মুই খল্‌সে একই বিলের মাচ্‌।
    তোর মরণে মরিব আমি, আমার কোমর ধরে নাচ্‌॥
  22. তুঁষে পাড় দেওয়া।
  23. তুঁষের আগুণ।
  24. তুতে ছেলে।
  25. তুফানে পড়িয়া বলে পীর বদর বদর।
  26. তুমি কি স্বর্গে বাতি দিবে।
  27. তুমি কি হাত ধুয়ে এড়াবে।
  28. তুমি খাচ্ছ আমার জুড়িয়ে যাচ্ছে।
  29. তুমি গোঁফ্‌ খেজুরে।
  30. তুমি ঠাকুর হাব্‌লা, ফুলখাও খাব্‌লা খাব্‌লা।
  31. তুমি নাকে সরিষার তৈল দিয়া ঘুমাও।
  32. তুমি ফের ডালে ডালে,
    আমি ফিরি পাতায় পাতায়।
  33. তুমি সিফাই কাটানে ঘোড়া।
  34. তুলা দিয়ে সহাইয়া মই দিয়ে উল্‌তে হয়।
  35. তুলার ওঁছা বাঁশ মাকাটে।
    আর গাঁয়ের ওঁছা দুনট্‌ খট্যে॥
  36. তেল, তামাকু, তপন তুলা, তপ্তভাতে ঘি।
    পাছুড়ি না ছুড়ি আর শ্বাশুড়ির ঝি॥
  37. তেল দেও সিন্ধুর দেও, ভবি ভুলিবার নয়
  38. তেলাপোকা আবার পাখি হইল।
  39. তেলা মাথায় তেল দিতে সবাই পারে।
  40. তেলে জল মিশ খায় না।
  41. তেলে বেগুণে জ্বলে উঠ্‌ছে।
  42. তৈয়ারি খানা মত্‌ ছোড়।
  43. তোত্‌লা পুরুত, কালা যজমান।
  44. তোদের বাড়িতে কিসের খস্‌খসি।
    এক পলা তৈল লৈয়ে আশীজনে ঘষি॥
  45. তোমার পাঁচিরে আমার একচালা নয়।
  46. তোমার কথায় প্রাণ জুড়িয়ে গেল।
  47. তোমার গুণে পালান দিতে নাই।
  48. তোমার গুণের বালাই লৈয়ে মরি।
  49. তোমার পীরিতি বালির বাঁধ।
    ক্ষণে হাতে দড়ি ক্ষণেক চাঁদ॥
  50. তোর ঢেকে রাখ, মোর বিকিয়ে যাউক্‌।
  51. তোর পায়ে পড়ি, না তোর কাজের পায় পড়ি।
  52. তোর শিল তোর নোড়া,
    তোরই ভাঙ্গ্‌ব দাঁতের গোড়া।
  53. ত্বরিত দান মহাপুণ্য।
  54. ত্বরিতানন্দ।