জেমস লঙ সম্পাদিত
(পৃ. ৫৭-৬২)
◄  
  ►

  1. দইয়ের আগে মণ্ডা ভাঙ্গে।
  2. দক্ষিণে ভায়ার লাট্‌রে বাবা।
  3. দফ্‌রা গাজির কুড়ুল, লড়ে চড়ে খসেনা।
  4. দয়ার পর ধর্ম্ম নাই, হিংসার পর পাপ নাই।
  5. দরিদ্রের ধন।
  6. দশচক্রে ভগবান্‌ ভূত।
  7. দশ মুখে ধর্ম্ম।
  8. দশ দিনকার পচা খায়।
    সালো দেখিলে নেকার পায়॥
  9. দশহাত কাপড়ে কাছা নাই।
  10. দশে নাহি বলে অমূলক।
  11. দশে বল্লে ছি; তার বাঁচ্‌লেই বা কি।
  12. দশে মিলি করি কাজ।
    হারি জিনি নাহি লাজ॥
  13. দশের লাঠি একের বোঝা।
  14. দাওয়া মাড়া যত দিন।
    বাপ্‌ খুড়া তত দিন॥
  15. দাঁড়ালে দণ্ড বসিলে পর।
    পথ বাড়ে দূরে যায় ঘর॥
  16. দাঁড়াইলে পোয়া বসিলে ক্রোশ।
    পথ বলে মোর কিসের দোষ।
  17. দাঁড়িকে মাজি করা।
    মাঝ গাঙ্গে ডুবে মরা॥
  18. দাঁত আর ভাই, বিচল হইলে মন্দ।
  19. দাঁত ছাড় পিঠে গড় করি।
  20. দাঁত থাকিতে দাঁতের মর্য্যাদা জানা যায় না।
  21. দা কুমড়া সম্বন্ধ।
  22. দাতা নষ্ট দানে। হিংসক নষ্ট কাণে॥
  23. দাতায় দান করে, বখিলের মুখ শুকায়।
  24. দাতার আগ, কৃপণের শেষ।
  25. দাতার চেয়ে বখিল ভাল, ত্বরিত জবাব দেয়।
  26. দাতার নারিকেল, বখিলের বাঁশ।
  27. দাদা বই আর পাইক নাই।
  28. দাদার ভরসা বামে ছুরি।
  29. দাদার যত বল, তা বড় বৌকে ছাপা নাই।
  30. দাদার স্বাক্ষর।
  31. দানও দেয়, অব্রাহ্মণও হয়।
  32. দানী ভাঁড়ান যায়, সঙ্গী ভাঁড়ান যায় না।
  33. দানেতে দুর্গতি খণ্ডে, কালে খণ্ডে অপমান।
    নিষ্ফলা হইলে বৃক্ষ, খণ্ডে তার প্রাণ॥
  34. দায় বালি কুড়ুলে শিল।
    ভাল মানুষকে ভাল কথা বজ্জাতকে কীল॥
  35. দায়ে কাটে কুমুড়া যেমন।
  36. দায়ে পড়িলে শালগ্রামের পৈতে বেচে খায়।
  37. দায়ে পড়ে বাবা বলা।
  38. দরিদ্র দোষে গুণ সমূহ নষ্ট হয়।
  39. দিওনা আর ননদ নাড়া।
    ইহার পরে শুন্‌বে বাড়া॥
  40. দিন যায় কথা থাকে।
  41. দিন থাকিতে বাঁধে আল, তবে খায় নানা শাল।
  42. দিনে ভাগ রেতে ঠিকে।
  43. দীনের দিন যায় না।
  44. দীনের দিন কি এমনি যাবে।
  45. দুই স্ত্রী যার, বড় দুখ তার।
  46. দুই হাঁড়ি একত্রে থাকিলেই ঠেকাঠেকী লাগে।
  47. দুঃখী যায় লঙ্কা পার।
    তবু না ঘুচে কাঁদের ভার॥
  48. দুঃখী যায় সুখীর কাছে।
    দুঃখ যায় তার পাছে২॥
  49. দু গেড়ের চ্যাং।
  50. দুগ্ধের স্বাদ কি ঘোলে মিটে।
  51. দুদের মাছি।
  52. দুধ নেই বাটী নেই চুষক্‌খানি সার।
  53. দুরাত্মার চেয়ে দীনাত্মা ভাল।
  54. দুর্গাপুজায় শঙ্খ বাজে, ষষ্ঠী পুজায় ঢোল।
  55. দুঃখের উপরে টনকের ঘা।
  56. দুর্জ্জনকে দূরে পরিহার।
  57. দুর্ভিক্ষ অল্পকাল, স্মরণ থাকে চিরকাল।
  58. দুর্ভিক্ষের (বা আকালের) অন্ন যুগের খোঁটা।
  59. দুর্য্যোধনের শকুনি মামা।
  60. দুর্য্যোধনের মরণ।
  61. দুষ্টগরু থাকা চেয়ে শূন্য গোয়াল ভাল।
  62. দুষ্ট লোকের মিষ্ট কথা, ঘুনিয়ে বসে পাশে।
    কথা দিয়ে কথা লয় প্রাণে মারে শেষে॥
  63. দুষ্‌মন্‌কে উঁচু পিঁড়ে।
  64. দেখ্‌ তোর, না দেখ মোর।
  65. দেখ্‌ পৈতে মার ভাত।
  66. দেখ্‌তে সুশ্রী, নীচ ব্যবহার।
  67. দূরের কেশ্যে ঘন দেখায়।
  68. দেখা দেখি চাস্‌, লাগা লাগী বাস।
  69. দেখিতে কাল, খেতে ভাল।
  70. দেখিতে পাইলে কেহ শুনিতে চায় না।
  71. দেখিলেই প্রেম, না দেখিলেই কলার ডিম।
  72. দেখে গ্যাছ সেই, নিয়ে বসেছি এই।
    তবু আবাগিরা বলে কতই খায়॥
  73. দেখে শুনে আক্কেল গুড়ুম।
  74. দেখে শুনে পেটের পিলে চম্‌কে।
  75. দেখেশুনে হৈলাম হদ্দ।
    আর কত গড়াবে শ্রাদ্ধ॥
  76. দেদো জানে দেদোর মর্ম্ম।
  77. দেব গড়িতে বানর হৈল।
  78. দেব পুজিতে হাতে কুড়ি।
  79. দেবতার আদি কহিলে, দেবতা হয় তুষ্ট।
    মানুষের আদি কহিলে মানুষ হয় রুষ্ট॥
  80. দেশগুণে বেশ, কর্ম্মার গুণে কর্ম্ম।
  81. দেশ বেড়ান ছুতার ঝি, তোলা জলে স্নান।
  82. দেশায় তম্মৈ নমঃ।
  83. দেশে নাই যা, ছেলে চায় তা। (বা ছেলের মুখে তা)।
  84. দেশের লোকের খুরে দণ্ডবৎ।
  85. দৈবজ্ঞ যদি বলে ঠিক।
    তবে কেন মাঙ্গে ডিক্‌॥
  86. দোদেল বাঁধা কলমা চোর।
    না পায় ভাস্‌তে না পায় গোর॥
  87. দোহা দুধ্‌ বাঁটে সেঁধায় না।