জেমস লঙ সম্পাদিত
(পৃ. ৬২-৬৫)
◄  
  ►

  1. ধন গৌরবে প্রাণ যায়, সেও ভাল।
  2. ধন জন পরিবার।
    কেহ নহে আপনার॥
  3. ধন না থাকিলে কাঁদি, চুল থাকিলে বাঁধি।
  4. ধন পরিবাদে ডাকাইতে মারে সেও ভাল।
    তবু নির্ধনী কিছু নয়॥
  5. ধনে অহঙ্কার নহে, অহঙ্কার মনে।
  6. ধনের মাথায় ধর ছাতি।
    কুলের মাথায় মার লাথি॥
  7. ধন্য রাজার পুণ্য দেশ। যদি বর্ষে মাঘের শেষ॥
  8. ধর কাছি, তো ধরেই আছি।
  9. ধরিতে পারে না ঢোঁড়া।
    ধরিতে চাহে বোড়া॥
  10. ধরি মাছ না ছুঁই পানী।
  11. ধরিলে কোঁকোঁ করে।
    ছেড়ে দিলে বৃদ্ধি বাড়ে॥
  12. ধরিলে চিঁচিঁ করে।
    ছাড়িলে বেয়াল্লিশ লাফের সিংহ॥
  13. ধরিলে চিঁচিঁ করে, ছেড়ে দিলে পাক্‌সাটমারে।
  14. ধরে বেঁধে মারে যে, ষাইট বছরের বড় সে।
  15. ধর্ম্মপথে থাক্‌লে, আদেক্‌ রেতে ভাত।
  16. ধর্ম্ম রেখে কর্ম্ম।
  17. ধর্ম্ম হৈয়ে ঢোল, ঘরে ঘরে করে গোল।
  18. ধর্ম্মে ধর্ম্মে রক্ষা পাইলে ভাল।
  19. ধর্ম্মের ঘর, ক্ষুরের ধার।
  20. ধর্ম্মের ঘরে কুড়ের বাথান।
  21. ধর্ম্মের জয়, পাপের ক্ষয়।
  22. ধর্ম্মের জামা পরিয়া আসিয়াছ।
  23. ধর্ম্মের ঢাক আপনি বাজে।
  24. ধর্ম্মের ভরা ভেসে উঠে।
    পাপের ভরা ডুবে যায়॥
  25. ধর্ম্মের সূক্ষ্মাগতি।
  26. ধাইয়ের কাছে কোঁক্‌ ছাপানি।
  27. ধান গাছে গণ্ডা।
  28. ধান নাই তার মান ত বড়।
  29. ধান ভানিতে মহীপালের গীত।
  30. ধান সম্বন্ধে পোয়াল মেসো।
  31. ধানের মধ্যে অগুণবান্‌।[]
    মানুষের মধ্যে মোছলমান॥
  32. ধান্য এক গুণ, তুষ সতের গুণ।
  33. ধান্য একগুণ, তৃণ শত গুণ।
  34. ধাপ্‌ দেশের পাপ বিচার, উলটা কাটায় মাপ
  35. ধামা ধরা মানুষ।
  36. ধার্ম্মিক নারিকেল, পাপী কুল।
  37. ধীরপানী, পাথর বিঁধে (বা ছেঁদে)।
  38. ধীরে ধীরে বুনে, তাঁতি সকল জিনে।
  39. ধুক্‌ড়িতে ধান ধরেনা।
    বেণ্যেকে ধরে কিলায়॥
  40. ধুক্‌ড়ির ভিতরে খাসা চাউল।
  41. ধুয়ে পুঁছে খালাস।
  42. ধূলা উড়ুনের উপর, কাদা উড়ুনে আছে।
  43. ধোপার কুত্তা।
  44. ধোপার ফাটে না ফুটে।
  45. ধোপারা কাপড় দিল না।
    গাঙ্গুলির পুত্‌ মরুক॥
  46. ধৌত বস্ত্রে কালী লাগা।

  1. অগুণবান্‌ বা অগ্নিবাণ নামে এক প্রকার ধান্য আছে তাহা অতিশয় মোটা; তদ্রূপ ধান্য আর নাই।