জেমস লঙ সম্পাদিত
(পৃ. ৬৫-৬৯)
◄  
  ►

  1. নখদর্পণে আছে।
  2. ন চাষা সজ্জনায়তে।
  3. নটের বৃদ্ধি হয়না কেন, থাক্‌বে না দুই ঘড়ি।
  4. নদীতে আইল বান, তো কুমার ধরিয়ে আন্‌
  5. নদীতে আবার বালির বাঁধ।
  6. নদীর পাড়ের গাছ।
  7. নদুঃখং পঞ্চভিঃ সহঃ।
  8. নদের গোরাচাঁদ।
  9. ন দেবায় ন ধর্ম্মায়।
  10. নবাব সরকারে ঘোড়ার অভাব নাই।
  11. নয়ন মুদিলে পরে সব অন্ধকার।
  12. নরমের বাঘ, গরমের শিয়াল।
  13. নরাণাং নাপিতো ধূর্ত্তঃ।
  14. নরুণে তালগাছ কাটা।
  15. নলকে রাজা, গণকে সাহু!
  16. নষ্ট নারীর পরিচয়। বুদ্ধি গুণে সতী হয়॥
  17. নষ্টের গুরু, দুষ্টের গোঁসাই।
  18. নহি সুখং দুখৈর্বিনা লভ্যতে।
  19. নাই ঘরে খাঁই বড়।
  20. নাই ছেলে চেয়ে, ঝির ছেলে ভাল।
  21. নাই দিলে কুকুর, কাঁদের উপর চড়ে।
  22. নাই ধন তো যাও বন।
  23. নাই ভাত, নুণ দিয়ে খাব।
  24. নাই মামা ভাল, না কাণা মামা ভাল।
  25. নাই মামার চেয়ে কাণা মামা ভাল।
  26. না উঠিতেই এক কাঁদি।
  27. নাও পর গাড়ি, গাড়ি পর নাও।
  28. নাক নেড়ে কইস্‌নে কথা।
    ভেঙ্গে যাবে নথের শুশুনি পাতা॥
  29. নাক ফোঁড়া বলদ।
  30. নাকে কাজ্‌ কি নিঃশ্বাসে কাজ।
  31. নাচ্‌তে গিয়ে ঘোম্‌টাকে ভয়।
  32. নাচ্‌তে জানেনা বামণ ডেকরা।
    উঠান্‌কে বলে হেটাটেঙ্গরা॥
  33. নাচ্‌তে জানেনা উঠান চষে।
  34. নাচ্‌তে জানেনা উঠানের দোষ।
  35. নাচ্‌তে লাগিলে ঘোমটায় কি কাজ্‌।
  36. নাচে ভাল পাক দেয় উল্‌টা।
  37. না ছুঁতেই কেঁউ।
  38. না জানে আঁধি সাঁধি।
    ধুচনি দেখে বলে কাঁচকলার কাঁদি॥
  39. না জানে বন্ধ্যা স্ত্রী প্রসব বেদনা।
  40. নাট ভ্রূকুটি কর না।
  41. নাড়ী নক্ষত্র টেনে বাহির কর্‌ব।
  42. নাতান কাচ, কাচতে পারিনে।
  43. নাতানের দুনা মালগুজারি।
  44. না পড়ে পণ্ডিত।
  45. পা পড়ালে পো, সভায় নিয়ে থো।
  46. নাপিত দেখে নখ বাড়ে।
  47. নাপিতের আনি, ধোপার বানী।
  48. না বিইয়ে কানায়ের মা।
  49. না ভাঙ্গে না মচ্‌কে।
  50. না ভাল না মন্দ, কথা কৈলে মন্দ।
  51. না মরিতেই ভূত।
  52. না মানিয়া কাটায় পেয়াল।
  53. নামে গোয়ালা কাঁজি ভক্ষণ।
  54. নামে তালপুকুর কিন্তু ঘটি ডোবেনা।
  55. নামে ধর্ম্মদাস, পুণ্যের লেশ নাই।
  56. নামে ধন্বন্তরি চিকিৎসাতে যম।
  57. নায় না ধোয়, মাঝ্‌খানে শোয়।
  58. নায়ে কড়ি দিয়ে ডুবে পার হওয়া।
  59. নালা কেটে জল আনা।
  60. নিকামায়ে দর্‌জি, ছেলের মুখ সেলাই করে।
  61. নিত্য রোগা, চোক বাঁকা।
  62. নিত্য স্বপ্নে বাঘে খায়।
    কোন্‌ দিন কার ভাল যায়॥
  63. নিদ্রা নাই নির্ধনীর, নিদ্রা নাই শোকীর॥
  64. নিধের মায়ের চালে ঝিঞে।
    বৌকে মেরে বাজায় শিঙে॥
  65. নিবড়ন ঘরে জুত্‌ নাই।
  66. নিমতলা দিয়ে যাও নাই,
    নিম ফল কি খাও নাই।
  67. নিম তেতো নিসিন্দে তেতো,
    তেতো মাখালের ফল।
  68. নি রাখালের খোদা রাখাল।
  69. নির্গুণ আদার তিনগুণ ঝাল।
    আর নির্গুণ পুরুষের তিনগুণ ঝাল॥
    (বা বিক্রম)
  70. নির্ধনের ধন হৈলে দিনে দেখে তারা।
  71. নির্ব্বাণ দীপে কিমু তৈল দানং।
    চৌরে গতে বা কিমু সাবধানং॥
  72. নীচ যদি উচ্চভাষে, সুবুদ্ধি উড়ায় হেসে।
  73. নীচ লোকের কথা, কাছিমের মাথা।
  74. নীরোগ শরীরে বৈদ্যের ভয় কি।
  75. নুণখেলে গুণ মানে।
  76. নূতন নূতন তেতুলের বীচি।
    পুরাণ হৈলে বাতায় গুঁজি॥
  77. নূতন যোগীর ভিক্ষা বাই।
  78. নূতন রাজার নূতন বিচার।
  79. নেংটার গলার মতির মালা।
  80. নেংটার নাই বাট্‌পাড়ের ভয়।
  81. নেংটে ইন্দুর পাহাড় কাটে।
  82. নেড়া আর কবার বেলতলায় যায়।
  83. নেড়া মাথায় খোঁচার ভয়।
  84. নেড়ে নহে ইষ্টি, তেতুল নহে মিষ্টি।
  85. নেতা গোতার হাঁড়ি।
  86. নেতা জোবড়ান।
  87. নেষাতে বুক ফাটে, কুকুরে মুখ চাটে।
  88. ন্যাকা বেঁকা ঢল ঢলে কাছা।
    তিন জনে প্রত্যয় করিও না বাছা।