প্রবাদমালা (১৮৬৮)/প
প
- পঙ্গতে লঙ্ঘয়ে গিরি।
- পচা আদায় ঝায় বেসি।
- পঞ্চগোত্র ছাপ্পান্ন গাঁই॥
ইহা ছাড়া বামণ নাই। - পটল তোলা।
- পড়া নাই শুনা নাই পাণ্ডিত্য কাছ।
- পড়িলে ভেড়ার শৃঙ্গে কাটে হিরার ধার।
- পড়িলে শুনিলে দুধি ভাতি।
না পড়িলে ঠেঙ্গার গুঁতি। - পড়ে গুলি ঘাস খায়।
- পড়েছি মোগলের হাতে।
পাছে হয় খানা খেতে। - পড়ে পাশা তো জিতে চাষা।
- পড়ে পাশা তো জিতে কোদালের বাঁট।
- পথ চল্বে জেনে, কড়ি নিবে গুণে।
- পদ্মরাগ মণির আকরে কাচমণির জন্ম কখন হয় না।
- প্রপাত ধরণী তলে।
- পয়সা সিঞ্চিতো নিত্যং ন নিম্বো মধুরায়তে
- পর কি মানে পরের ব্যথা।
- পর নিন্দা অধোগতি।
- পরপোয় বাণিজ্য, আপন পোয় চাষ।
- পরপ্রত্যাশী ধন, পর নিয়ে গমন।
- পর ভাতী ভাল, পর ঘরী কিছু নয়।
- পর মর্ল বাপপৌরে, ধোপা ঘরে চুরি।
- পর রেখে ঘর নষ্ট।
- পর মানাইয়া পরামাণিক।
- পর হিংসা নরকে বাস। যুগে২ সর্ব্ব নাশ।
- পরের গোয়ালে গোদান।
- পরের ছিদ্র বিল্লতুল্য, আরম ছিদ্র সরিষা তুল্য।
- পরের জন্যে গর্ত্ত খোঁড়ে।
আপনার গর্ত্তে আপনি মরে॥ - পরের তেলে কাপড় নষ্ট।
- পরের দিকে তোলে হাঁই।
আপনার যা আছে তাও নাই। - পরের ধন, আপন পরমায়ু।
কেহ অল্প দেখে না। - পরের ধন দেখি যেন আপনার হৈতে বাড়া
- পরের ধনে কলুর নাট।
খান পাঁচ ছয় জুড়ে কাট॥ - পরের ধনে ধোপার নাট।
- পরের ধনে পোত্দার গিরি।
- পরের বেলায় কেউ ছাড়ে না।
- পরের ভাতে পেট নষ্ট, পরের তেলে কাপড় নষ্ট।
- পরের ভাতে বেগুণ পোড়া।
- পরের মাথা না কাটিলে, কামান শিক্ষা হয়না।
- পরের মাথায় দিয়া হাত।
কিরা করে নির্ঘাত। - পরের মাথায় নারিকেল ভাঙ্গা।
- পরের মাথায় হাত বুলান।
- পরের মুখে ঝাল খাওয়া।
- পরের সামগ্রী দেখিয়া চক্ষু টাটান ভাল নয়।
- পরের সোণা দিওনা কাণে।
কেড়ে লবে হেঁচ্কা টানে। - পরের বিড়াল খায় দায়, বন পানে চায়।
- পর্ব্ব দেখিয়া কুকুর ডাকিলে কুকুর নাশ পায়।
- পর্ব্বতের আড়ালে আছি।
- পাঁকাল মাছের গায়ে কাদা লাগেনা।
- পাঁকে পড়া হাতীকে, হাতীই উদ্ধার করে।
- পাঁচ আঙ্গুল কি সমান আছে।
- পাঁচ বার চোরের, একবার সাধুর।
- পাঁচে আনে পাঁচে খায়।
লোকে গৃহস্থ বলায়। - পাঁচে ফুলে সাজি।
- পাঁটা গাবিয়ে বেড়ায়।
- পাঁটা মর্যে বৈষ্ণব।
- পাক বাঁধিতে দোল ফুরাল।
- পাকা আম দেখিলেই কাকে ঠোকরায়।
- পাকা ধানে মই দেওয়া।
- পাকা মাথায় সিন্দূরের ফোঁটা।
- পাকে পাকে গিরে।
- পাখীর প্রাণ, অল্পেই যান।
- পাগলা ভাত খাবি না, হাত ধোব কোথায়।
- পাগলে কি না বলে, আকালে কি না খায়।
- পাগলের মধ্যস্থ।
- পাড়া পড়সীর গুণে, বেঁড়ে গরু বিক্রয় হয়।
- পাড়ে আর পাহাড়ে।
রাজ বৈদ্য আর হাতুড়ে॥ - পাত কাটিতে ভর সহে না।
- পাত, দড়ি, সোঁটা, তিন করিবে মোটা॥
- পাতে পাতে বজায় থাকা।
- পাথরে ঘুন ধরা।
- পাথরে পাঁচ কিল।
- পাথরেতে মূল ধরিয়াছে।
- পান পানীতে বিচার নাই।
- পান হইতে চুন খসে না।
- পাপ করিলেই (বা থাকিলেই) যমের ভয়।
- পাপকর্ম্ম ছাপা থাকে না।
- পাপ মনে, ভয় বনে।
- পাপে ধর্ম্মে রত।
- পাপের ধন প্রায়শ্চিত্তে যায়।
- পাবার আশে, পণ্ডিত ঘেঁসে।
- পায়না পচা পুঁটি, খেতে যায় রুই ভেট্কী।
বা হাতে দেয় হিরার আঙ্গুটি। - পায় পায় শত্রু।
- পার হৈলে পাটনি শালা।
- পালে গরু বাড়ে কার? (গৃহস্থের)
- পা হড়্কাইলে আপনি মরে।
মুখ হড়্কাইলে গোষ্ঠী শুদ্ধ মরে। - পিঁড়ায় জিনিলে পেঁড়োয় জেনা যায়।
- পিণ্ডী পায় না কীর্ত্তন চায়।
- পিপীলিকার পাখা উঠে মরিবার তরে।
- পীরের সঙ্গে মুখ বাঁকানি।
- পুঁটিমাছের প্রাণ, দেখ্তে দেখ্তে যান।
- পুতিগত বিদ্যা।
- পুন্কে শত্রু বড় আপদ্।
- পুরাণ ঢোলে কষ্ দেওয়া।
- পুরাণ বসন ভাতি, অবলা জনের জাতি,
রক্ষা পায় অতি যতনেতে॥ - পুরুষের দশ দশা।
- পূজার সঙ্গে খোজ নাই,
কপাল যোড়া ফোঁটা। - পুরুষের মূতে কড়ি।
- পূর্ব্বে আটে পিঠে দড়।
তবে ঘোড়ার উপর চড়। - পূর্ব্বে ছিলাম ছোঁচা বিড়াল ধর্ম্মে দিয়েছি মন।
গলায় রুদ্রাক্ষ মালা যাচ্ছি বৃন্দাবন॥ - পেঁয়াজ পয়জার দুই হৈল।
- পেকের ঘরে ঘোগের বাসা।
- পেট খুঁজিলে (ক) অক্ষর নাই।
- পেট্না ভরিল গেল জাত।
লাভে হৈতে কুপোকাত॥ - পেট ভরিলেই আনন্দ।
- পেট ভরিলে মোণ্ডার খোষা ছাড়ায়।
- পেট ভাল নয়, চাউল্ ভাজা খায়।
- পেটে ঙ্ক, স্ক, গজ্ গজ্ করে।
- পেটে খেলে পিঠে সয়।
- পেটে বজ্জাতি ভরা।
- পেটে ভাত নাই ঠোঁটে মিসি।
- পেটে ভাত নাই পরণে কাপড়। (বা টেনা।)
- পেটে ভাত নাই মাথায় সিন্দূর।
- পেটে ক্ষুধা মুখে লাজ।
সে লাজে কি করে কাজ। - পেটের ছুরিতে পেট কাটে।
- পেড়ে মারে সয় ভাল।
- পেতনীর হাতের শাঁখা।
- পেয়াদার আবার শ্বশুর বাড়ী।
- পেয়াদার চাল হাঁড়ীতে দেওয়া।
- পেয়াদার শ্বশুর বাড়ী, ব্যাঙ্গের সর্দ্দি।
- পেয়ের খড় পেয়েই তোলা ভাল।
- পোড়ার মুখে নুড়োর আগুন।
- পোড়ার মুখ দেবতা, ঘুঁটের পাঁস নৈবেদ্য।
- পোড়ে পাই চৌদ্দ আনা।
- পোয়ের নামে পোঁয়াতি বর্ত্তে।
- পোর পোলে নীচের সেবা।
- পোল (পোয়াল) গাদা এড়িয়ে যায়।
সর্ষ্যে বিঁধে যায়॥ - পৌষ মাসে ইঁদুরের সাত মাগ্।
- প্রতিবার কি শালুক সুঁধি।
- প্রথমে বিস্মিল্লায় গলদ্।
- প্রীত থাকিলে তেতুল পাতায় দুজন শোওয়া যায়।
অপ্রীতে মানপাতায় জায়গা নাহি হয়॥ - প্রীতি রক্ষা বিষম দায়।
- প্রীতের নৌকা পাহাড়ে চলে।