প্রবাদমালা (১৮৬৮)/ভ
ভ
- ভক্ত বড় ভক্তি করে, গুরু রহিল বস্যে।
- ভজকট করা।
- ভট্টাচার্য্যের পত্র আব্ডাল।
- ভণ্ড তপস্বী।
- ভবি ভুল্বার নয়।
- ভব্য দেখে প্রণাম কর্বে।
উচ্চ দেশে বস্বে॥ - ভরা কীর্ত্তনে মৃদঙ্গ ভাঙ্গা।
- ভস্মে ঘৃত ঢালা।
- ভাঁড় আছে কর্পূর নাই।
- ভাক্ত ধর্ম্মী।
- ভাগ্যের মা গঙ্গা পায় না।
- ভাগ্যবানের বোঝা ভগবানে বয়।
- ভাঙ্গা গাঁয়ে মোড়ল রাজা।
- ভাঙ্গা ঘরে ভূতের বাসা।
- ভাঙ্গা মঙ্গল চণ্ডী, কুস্বপ্নের গোড়া।
- ভাজিবার খোলা।
- ভাট্কা ভালা বল্না চল্না, ধূবীকা ভালা ধূপ্।
বহুত্ ভালা নেহি বল্না চল্না, বহুত্ ভালা নেহি চুপ্॥ - ভাত খেয়ে ভাতাসী লাগিয়াছে।
- ভাত খাও ভাতারের, গুণ গাও অন্যের।
- ভাত ছড়ালে কাকের অভাব কি।
- ভাত দেবার ভাতার নয়, কিল মারিবার গোঁসাই।
- ভাত নয় ভূতো, কাট্পানা গুত।
- ভাত নাই যার, জাত নাই তার।
- ভাত পায়না খেতে, সোণার অঙ্গুরি হাতে।
- ভাত পায় না ছালুন চায়।
(বা ছালুন ছালুন করে।) - ভাত পায় না ব্যঞ্জন চায়।
- ভাতার মারি দেখ্ তামাসা।
তাল গাছে বাবুয়ের বাসা॥ - ভাতার হৈলে দেখে বাপের পারা।
- ভাতারের খায় পরে।
ভাতারকে লাটি ধরে॥ - ভাতারের নাম সবাই জানে।
লাজে কেহ কয় না। - ভাতে বাড়িলেই ফেণে বাড়ে।
- ভাতে বাড়ে না ফেণে বাড়ে।
- ভাতের ক্ষুধা কি ভূজোয় যায়।
- ভাব থাকিলে দুই জনে বাবলা পাতায় খাওয়া হয়।
- ভাবনায় ভাবনায় শরীর খাক্ করে।
- ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা যখন।
- ভাবিলে ভাবুক জনের কত উঠে ভাব।
- ভাবিলে ভাবনায় ঘেরে।
- ভারে মানে, শরায় শোধে।
- ভাল করিতে পারিব না মন্দ কর্ব,
কি দিবি তো দে। - ভাল ঘোড়াকে এক চাবুক,
ভাল মানুষকে এক কথা। - ভাল মন্দও বুঝা যায় না, ও দেঁতোর হাসি।
- ভাল মানুষের কাছে থেকে খাই গুয়া পান।
আর, অমানুষের কাছে থেকে, কাটাই দুইকাণ। - ভাল মানুষের কাল নাই।
- ভাল মানুষের কিল চরি।
- ভাল মানুষের বাপ নির্ব্বংশ।
- ভালর ভাগী সবাই, মন্দের ভাগী কেহ নাই।
- ভালর ভাল সর্ব্ব কাল, মন্দের ভাল আগে।
- ভালুকের হাতে খন্তা।
- ভিজে বিড়াল।
- ভূত আমার পুত, শাঁখনি আমার ঝি।
রাম লক্ষ্মণ মাথায় আছে, করবে আমার কি। - ভূতগত করা।
- ভূত দিয়া ভূত ছাড়ান।
- ভূতের বেগার খেটে প্রাণ গেল।
- ভূতের বাপের শ্রাদ্ধ।
- ভেড়া কর্যে রাখা।
- ভেড়া মর্যে ভট্টাচার্য্য।
- ভেড়ার গোয়ালে আগুন লাগা।
- ভেড়ার গোয়ালে গো দান।
- ভেড়ার গোয়ালে বাতি দেওয়া।
- ভেড়ার শিঙ্গে, হিরা ভাঙ্গে।
- ভেবা গঙ্গারাম।
- ভেবাচাকা লাগান।
- ভেয়ের শত্রু ভেয়ে। নেয়ের শত্রু নেয়ে।
- ভোজপুরে কাঁটাল।