জেমস লঙ সম্পাদিত
(পৃ. ১২১-১২৫)
◄  
  ►

  1. শক্ত মৃত্তিকায় বিড়ালে আঁচড়ে না।
    নরম না হইলে কেহ জোর করে না॥
  2. শক্তের তিন কুল মুক্ত, শক্তের বশে থাকে তক্ত।
  3. শঙ্কচিলের ঘটি বাটী,
    গোদা চিলের মুখে নাথী।
  4. শজনার ছালে পাতে খায়।
    গরম দুদে ধাতু উগ্র হয়॥
  5. শঠের প্রেম ক্ষুরের ধার।
    যো পাইলে কেহ নয় কার॥
  6. শঠেশাঠ্যং সমাচরেৎ।
  7. শতেক কথায় সতী ভোলে।
  8. শতেক কেউয়া এক গোলেল্লা।
  9. শতেক চাষে তুলা। তার অর্দ্ধেক মুলা॥
    তার অর্দ্ধেক ধান। বিনা চাষে পান॥
  10. শতেক রাঁড় এক এয়ো।
    যারে সেবা দেয় সেই বলে আনার মত হৈও॥
  11. শত্রুকে উচ্চ পিঁড়ি।
  12. শনিবারের মড়া দোসর চায়॥
  13. শনির দৃষ্টি হইলে পোড়া শোল পলায়।
  14. শনির দৃষ্টি কেবা নাড়ে।
    গণেশের মাথা খস্যে পড়ে॥
  15. শনি রাজা মঙ্গল পাত্র।
    চষো খোঁড় এই মাত্র॥
  16. শনৈঃ পর্ব্বত লজ্বনং।
  17. শব থাকিতে কুশ পুত্তল।
  18. শরীরমাদ্যং খলুধর্ম্ম সাধনং॥
  19. শরীরং ব্যাধি মন্দিরং॥
  20. শরীরের নাম মহাশয়। যা সহাও তাই সয়॥
  21. শর্করার মূল্য গর্দ্দভে কি জানে।
  22. শশার ফাঁক।
  23. শস্যঞ্চ গৃহমাগতং।
  24. শাঁক চুরণীর গিন্নিপানা।
  25. শাঁখা পাতর এঁড়্যে। তিন গৃহস্থ ভেঁড়ে॥
  26. শাঁখা হাতীর শাঁখা নড়ে।
    পাগলা বলে আমার জন্যে ভাত বাড়ে॥
  27. শাঁখের করাত। আস্‌তে কাটে, যেতে কাটে॥
  28. শাপাদপি শরাদপি।
  29. শাক চোরকে ত্রিশূল।
  30. শানকির উপর বজ্রাঘাত।
  31. শাপে বর হৈল।
  32. শালগ্রামের শোওয়া বসা সমান।
  33. শালুক খেয়ে দাঁত কাল।
    লোকে বলে আছে ভাল॥
  34. শালুক চিনেছেন গোপাল ঠাকুর॥
  35. শিংভেঙ্গে বাছুরের পালে মেশা।
  36. শিকরাকে তাঁবা দেখান।
  37. শিকল কাটা ডিয়ে পোষমানে না।
  38. শিয়ান ঘুঘুর ছাঁ, ফাঁদে না দেয় পা।
  39. শিবের অনুচর।
  40. শিবের ষাঁড়কে কি বাঘে ধরে না।
  41. শীকারি বিড়ালের গোঁপ দেখিলে চেনা যায়।
  42. শীর্ণ্ণি দেখে এগোয়।
    আর কোঁৎকা দেখে পেছোয়॥
  43. শুঁড়ীর সাক্ষী মাতাল।
  44. শুকনা কাঠে বজ্রাঘাত।
  45. শুকনা কাঠ ভাঙ্গিলেও নোয় না।
  46. শুকনা গাছে জল সেঁচা।
  47. শুনে কথা হাসি পায়।
    বিধাতার গুণ কব কায়॥
  48. শুনে কালা কাড়ার বাদ্য।
    বলে কালা মোর বিয়ের বাদ্য॥
  49. শুয়ে জাগে এস্যে মাগে।
    একথা কিছুতেই না লাগে॥
  50. শুষ্ক কাষ্ঠে ব্রহ্মশাঁপ।
  51. শূউরে গোঁ।
  52. শূকর কুকুর ভারি। তিন না চলে ধীরি২॥
  53. শূন্য গোয়াল ভাল, তবু দুষ্ট ষাঁড় কিছু নয়।
  54. শৃগালে সমুদ্র পার।
  55. শেওড়া গাছের পেতনী।
  56. শেকরা মাগী নেকরা করে।
    ঘরে ভাত নাই শাঁকা পড়ে॥
  57. শেয়ান ঘুঘু ফাঁদে পা দেয় না।
  58. শেয়ান ঠক্‌লে বাপকে বলে না।
  59. শেয়ান পাগল। বোঁচ্‌কা আগল।
  60. শেয়ানের চাউল উলুবনে পড়ে।
  61. শেয়ানে২ কোলাকোলি, মুটম্‌ হাত এড়াএড়ি॥
  62. শেয়ালে কাঁটাল বয়।
  63. শেয়ালে ফাঁকি।
  64. শৈলে২ কখন মাণিক মিলে না।
  65. শোকে সাগর উথলে।
  66. শ্যাম রাখি কি কুল রাখি।
  67. শ্রমাদগ্নি স্ততোবলঃ।
  68. শ্বশুর কে ভাত দিয়ে পড়্‌ল মনে।
    আমানি নিয়ে ছোচাল কোণে॥
  69. শ্বেত চামর আর কোষ্টা পাট।