জেমস লঙ সম্পাদিত
(পৃ. ১১৮-১২১)
◄  
  ►

  1. লঘু পাপে গুরু দণ্ড।
  2. লঙ্কায় গিয়া হল্‌দের গুঁড়া।
  3. লঙ্কায় গেলেন দরিদ্র, লৈয়ে এলেন হরিদ্র।
  4. লড়িতে জেটী, বলিতে বাঘ।
  5. লড়ে চড়ে খসেনা, দফরাগাজির কুড়ুল।
  6. ননীর পুথুল নয় যে, রৌদ্র পেলে গল্যে যাবে।
  7. ললাট লেখো নপুনঃ প্রয়াতি।
  8. লক্ষ্মণ সা আর লক্ষ্মণ হাড়ী।
  9. লক্ষ্মী ছাড়া কুটুম্ব, কুটুম বাড়ী যায়।
    হুতু থাকুক্‌ জলপিঁড়ি সম্ভাষ না পায়।
  10. লক্ষ্মীছাড়ার দাঁতে বিষ।
  11. লক্ষ্মী হৈলেন লক্ষ্মীছাড়া শঙ্কর ভিখারী।
  12. লক্ষ্মীর পো ভিক্ষা মাগে।
  13. লাখটাকা লাখটাকা দুকুড়ি দশ টাকা।
  14. লাখ টাকায় বামণ ভিখারী।
  15. লাজ নাই তোর বেথো শাকে।
    লুণ তেল নাই কেমন লাগে।
  16. লাথী মেরে বিষ্ণবে নমঃ
  17. লাভ না ভূতো, কাঠপানা গুতো।
  18. লাভঃপরং গোবধঃ।
  19. লাভে ব্যাং অপচয়ে ঠ্যাং।
  20. লাভে মূলে হাভাত হৈলে।
  21. লাভে লোহা বয়।
  22. লাভের গুড় পিঁপড়ায় খেল।
  23. লাভের মধ্যে না হিদুঁ না মুছলমান।
  24. লিখিব পড়িব মরিব দুখে।
    মৎস্য ধরিব খাইব সুখে॥
  25. লুণ আনিতে পান্তা ফুরাল।
  26. লুণ খেলে গুণ মানে।
  27. লেখায় যোখায় যে জন মরে।
    শুঁট পিপুলে কি তার করে॥
  28. লেখার কড়ি বাঘে খায় না।
  29. লেঙ্গটার বস্ত্র হরণ।
  30. লেভে সাহস মান্থায় ধ্রুবঃ সর্ব্বোত্তমং পদং।
  31. লোকের কাছে না মুখ পায়।
    ঘরে এসে মাগ ঠেঙ্গায়॥
  32. লোচ্চা মরেন শাঁতে আর ভাতে।
  33. লোঠোকে না বল্য লোঠো।
    উল্‌টে ধরবে চুলের মুটো॥
  34. লোট্যা খাট্যা আড়াইয়া,
    সজিনা বার মাস।
  35. লোভঃ পাপস্য কারণং।
  36. লোভ সকল দোষের মূল।
  37. লোভে পাপ, পাপের মৃত্যু।
  38. লোভের নিকটে যদি ফাঁদ পাতা যায়।
    সাপ ব্যাং পশু পক্ষী কে কোথা এড়ায়।