জেমস লঙ সম্পাদিত
(পৃ. ১১৫-১১৮)
◄  
  ►

  1. রক্তের তেজে কথা না কওয়া।
  2. রঘুনাথ ঠাকুরকে খেল বাঘে।
    অন্য লোক কোথায় লাগে।
  3. রঘুনাথের শিষ্য।
  4. রঘুনাথের বেগার।
  5. রণে কাটা কাটি হচ্ছে।
  6. রতন বাবুর নাতি, স্বর্গে দিবেন গোটা কতক বাতী।
  7. রথ দেখাও হয়, কলা সেচাও হয়।
  8. রন্ধনের চাউল চর্ব্বণে যায়।
  9. রমানাথের এঁড়্যে, বহিবেও না,
    বহিতে দিবেও না।
  10. রসাতলে দেওয়া (বা পাঠান)
  11. রসুন বলেন কাঁচকলা ভাই, তোমার বড় খোষা।
    ছকু বলেন নকোরে ভাই, এবড় তামাসা।
  12. রক্ষকে ভক্ষণ করে, তারে কে রাখিতে পারে।
  13. রাই কুড়ায়ে বেল।
  14. রাঁড়ের পুঁজি।
  15. রাঁধুনীর সঙ্গে পীরিত থাকিলে, ভোজনে সুখ হয়।
  16. রাখালের কাছে শালগ্রাম।
  17. রাগ চণ্ডাল।
  18. রাগীর মুখ কোথাও নাই।
  19. রাঙ্গামুখ মূল পারা।
  20. রাজাজি আর পঞ্চা তেলি।
  21. রাজাদের ঘুড়ী, এক বিয়েনে বুড়ী।
  22. রাজা মারে দোহাই দিব কার।
  23. রাজা ধন বিলান,
    অন্দরে কুড়ান্‌ কে? না রাণী।
  24. রাজা যম উভয় বিরুদ্ধ।
  25. রাজা যেমন গবাচন্দ্র, পাত্র তার তেমনি।
    তাঁত গাড়েতে পড়ে ঘোড়া, ঘাড় করেছে এমনি
  26. রাজায়২ যুদ্ধ হয়, নল খাক্‌ড়ার প্রাণ যায়।
  27. রাজারও রেয়ত নই, সাধুরও খাতক নই।
  28. রাজার কাছে কোটালের দোহাই।
  29. রাজার দোষে রাজ্য নষ্ট,
    স্ত্রীর দোষে স্বামীর কষ্ট।
  30. রাজার মা কাকের ছাঁ বিয়েছে।
  31. রাজার মাটী, বেশ্যার পাটি।
  32. রাজার রাজপাট, যোগীর ঝুলি কাঁথা
  33. রাজার সুখে অরণ্যে বাস।
  34. রাজার সুখে বনে বাস,
    কি করে কলা কাপাস।
  35. রাজী বড় বৌ, তার আবার ঠাকুরঝি।
  36. রাত উপাসী হাতী পড়ে।
  37. রাম কামারের ধন, রাম কামারেই গেল।
  38. রাম্‌দুলাল সরকারের পুরুত।
  39. রাম না হৈতে রামায়ণ।
  40. রামের কুঁড়ে লক্ষ্মণের কুঁড়ে।
    উড়ে গেল মোর কিসের কুঁড়ে।
  41. রুখা মাথায় তেল দেয় না,
    তেলা মাথায় তেল।
  42. রুধির নয়ে বিষয়।
  43. রূপে মারি নাথী, গুণে ধরি ছাতি।
  44. রূপের গৌরবে বাঁ পায়ের নাথী।
  45. রাবণ জিতে সীতা নিতে, নারবে রঘুনাথ।
  46. রাবণের কালনিমি মামা।
  47. রাবণের চুলি।
  48. রাবণের দোষে সমুদ্রে বন্ধন।
  49. রেওর স্বর্গেও চিঁড়ে দই।
  50. রোগী যেমন নিম খায় মুদিয়ে নয়ন।