জেমস লঙ সম্পাদিত
(পৃ. ১২৫-১৩৩)
◄  
  ►

  1. সকল চুলে চামর বাঁধা যায় না।
  2. সকল নৈবেদ্যে ঠোকর মারা।
  3. সকল নোড়াই যদি শিব হয়, তবে হলদি বাটে কিসে।
  4. সকল পথ দৌড়াদৌড়ী। খেয়াঘাটে গড়াগড়ি।
  5. সকল ব্রত করিল যশী,
    বাঁকী আছে ভীম একাদশী।
  6. সকলং শীলেন কুর্ষ্যাদ্বশং।
  7. সকলে সকল ধরে মেও ধরে কে?।
  8. সকলের সিন্দূর পরে, কপালগুণে ঝলক্‌ মারে।
  9. সকলেই আপন কোলে টানে।
  10. সকলের মূলভক্তি মুক্তি তার দাসী।
  11. সঙ্গদোষে লোহা ভাসে।
  12. সঞ্চিতার্থো বিনশ্যতি।
  13. সৎমায়ের শ্রদ্ধা পান্তাভাতে ঘি।
  14. সৎপুত্ত্রঃ কুল দীপকঃ॥
  15. সৎসঙ্গে কাশীবাস। অসৎ সঙ্গে সর্ব্বনাশ॥
  16. সত্য কথার ডালপালা নাই।
  17. সদুপদেশের মূল্য নাই।
  18. সতীত্বং ভূষণং স্ত্রীণাং।
  19. সতিনের হাত সাপের ছোঁ,
    চিনি দিলে তুলে থো॥
    সতিনের রা নিশির ডাক॥
    তিনডাকে চুপ্‌ মেরে থাক।
  20. সদ্য ফল চুচুড়া মিষ্টি।
  21. সত্যং ব্রূয়াৎ প্রিয়ং ব্রূয়াৎ॥
  22. সধবার কপালে সিন্দূর দেখে,
    বিধবারা মরে দুখে।
  23. সধবার কপালে সিন্দূর দেখে,
    বিধবার কপাল চড় চড় করে।
  24. সন্নিপাতের তৃষ্ণা।
  25. সন্ন্যাসীর অল্প ছিদ্র, গায় সর্ব্বজন।
    শুভ্র বস্ত্রে মসী বিন্দু দেখায় যেমন।
  26. সপাপিষ্ঠ স্ততোবিকঃ।
  27. সফলং জ্যোতিষং শাস্ত্রং।
  28. সফল কেবল নাম মাত্র অদৃষ্টেই গোড়া।
  29. সফরী ফরফরায়তে।
  30. সবাই কে পারা যায়,
    পায় পড়াকে পারা যায় না।
  31. সবার বেলা টুকা টুকা, মোর বেলা এতটুকা
    আর জন্মে মোর মা থিলা।
    সবার মাঝে মোর মান বাড়াইলা
    আর জন্মে মোর বাপ থিলা॥
  32. সবুরে মেওয়া ফলে।
  33. সভায় না ঠাঁই পায়, ঘরে এস্যে মাগ ঠেঙ্গায়।
  34. সময় বহিয়া গেলে অসময়ে কিছু হয় না।
  35. সময় ঘনাইলে কোথায় কেহ বাঁচেনা॥
  36. সময়ে সকলে বন্ধু হয়,
    অসময় হৈলে কেহ কার নয়।
  37. সম্মুখে দিয়ে তিল যায় না,
    পেছোন দিয়ে তাল যায়।
  38. সমুদ্রে পাদ্যঅর্ঘ্য।
  39. সমুদ্রে শয্যা শিশিরে কি ভয়।
  40. সমুদ্রের জল এক কলসী,
    তুলিলেই কি ছেঁচিলেই কি?
  41. সমূলস্তু বিনশ্যতি।
  42. সম্পদে অনেক বন্ধু মিলে।
  43. সম্বন্ধ জীবনাবধি।
  44. সরস্বতীর সঙ্গে কোমরা কুমরী।
  45. সরামঃ কিং করিষ্যতি।
  46. সরা মরা সমান কথা।
  47. সর্ব্বমত্যন্ত গর্হিতং।
  48. সর্ব্বস্বের বাড়া ধন নাই।
  49. সর্ব্বাঙ্গে আসলা, গোদাপায়ে পাশলা।
  50. সর্ব্বাঙ্গে ঘা ঔষধ দিবার ঠাঁই নাই।
  51. সর্ব্বৈরুপায়ৈঃ ফলমেব সাধ্যং।
  52. সসার পীরিত ভিতরে ফাঁক।
  53. সস্তার মানা অবস্থা।
  54. সস্তার মাটি কিনি।
  55. সহজেতে যাহা হয়, তাতে জিদ্‌ ভাল নয়।
  56. নেবু কচ্‌লালে তিত হয়।
  57. সহরে আগুন লাগ্‌লে পীরের ঘর বাঁচে না।
  58. সহিলে সম্পত্তি, না সহিলেই বিপত্তি।
  59. সহায় বলবত্তরঃ।
  60. সহুরে কাঁক, চালাক বড়।
  61. সাঁতার না জানিলে, বাপের পুকুরে ডুবে মরে।
  62. সাগরও শুকায় না, পাপও লুকায় না।
  63. সাগর ছিল নগর হৈল।
  64. সাচাতুরী চাতুরী।
  65. সাজ করিতে দোল ফুরাল।
  66. সাজার মা গঙ্গা পায় না।
  67. সাজতে গুজতে ফিঙ্গা রাজা।
  68. সাত কথার উপর পাঁচ কথা।
  69. সাতকাণ্ড রামায়ণ সীতা কার ভার্য্যা।
  70. সাত চোরে মুসুরি বাঁটে।
  71. সাতটা ছুঁড়ী আর একটা বুড়ী।
  72. সাত নবিসেন্দা এক ওয়াকিবহাল সমান।
  73. সাত পাঁচ ভেবে কর্ম্ম করা।
  74. সাত ভাই ভাঁত বোনে, আপন২ কোলে টানে।
  75. সাত রাঁড় এক এয়ো, যাকে গড় করি
    সে বলে আমার মত হৈও।
  76. সাদার উপর কালী।
  77. সাধলে জামাই, ভাত খায় না।
    অবশেষে জামাই লুণ ভাত পায় না।
  78. সাধিলে জামাই খায় না, না সাধিলে পায় না
  79. সাধু সঙ্গে সাধু হয়।
  80. সাধিলেই সিদ্ধি, আর্জ্জিলেই নিধি।
  81. সাধে বলে বাপ, কি পেয়াদায় বলায় বাপ।
  82. সাধে বিধাঁইলাম কাণ, কাটিদিতে যায় প্রাণ
  83. সাপও মরে, লড়িও না ভাঙ্গে।
  84. সাপ যে খানে, নেঙ্গুড় সেখানে।
  85. সাপে ছুঁচ ধরা (বা গেলা)।
  86. সাপের কাছে বেজী নাচে,
    তবে জানি যে রোজা আছে।
  87. সাপের পা দেখেছে।
  88. সাপের মাথায় ব্যাং নাচান।
  89. সাপের হাঁচি বেদেয় চেনে।
  90. সাবিদ্যা ভস্মতির্যয়া।
  91. সাহসে ভজতে লক্ষ্মীঃ
  92. সাবধানের মার নাই।
  93. সিংহের ভাগ শৃগালে খায়।
  94. সিদ্ধি খেলে বুদ্ধিবাড়ে,
    গাঁজা খেলে লক্ষ্মীছাড়ে।
  95. সিদ্ধি বরদারে পোরা বরদার।
  96. সিদ্ধির ঝুলি।
  97. সুখস্যানন্তরং দুঃখং দুঃখস্যানন্তরং সুখং।
  98. সুখে থাকিতে ভূতে কিলোয়।
  99. সুখের ঘরে রূপের বাসা।
  100. সুখের চেয়ে স্বাস্থ্য ভাল।
  101. সুজনকে এক কথা মরণ সমান।
  102. সুধু কথায় চিঁড়ে ভিজেনা।
  103. সুধু ভাত খাও, আবার ফোঁটাপানে চাও।
  104. সুধু মেঘে মাটি ভিজেনা।
  105. সুধু হাঁড়িতে পাত বাঁধিয়া কাটাইতেছি।
  106. সেঁকিতে বিপরীত।
  107. সেই চোরার পার্ব্বণ কূলিধেয়ে যায়।
  108. সেই ধানে সেইচাল, গিন্নি বিনে আল থাল।
  109. সেই মল খসালি, লোকটা কেন হাঁসালি।
  110. সেকরা, মায়ের সোণাও চুরি করে।
  111. সেকরার ঠুক্‌ঠাক, কামারের এক ঘা।
  112. সেখানে যমও আসিতে পারে না।
  113. সেখের দাড়ি ঔষধে লাগে।
  114. সে গুড়ে বালি।
  115. সেধে পেড়ে পীরিত, মেজে ঘস্যে রূপ।
  116. সেধোভাত খাবি নে? না, হাত ধোব কোথা
  117. সেবকান্নং পুরাতনং।
  118. সে মাহুতের অঙ্কুশ।
  119. সেয়াকুলের কাঁটা।
  120. সে রামও নাই, সে অযোধ্যাও নাই।
  121. সোজা আঙুলে ঘি বেরোয় না।
  122. সোণা ফেলে আঁচলে গিরে।
  123. সোণা বল্যে জ্ঞান ছিল, কষিতে পিতল হৈল।
  124. সোণায় সোহাগা।
  125. সোণার অঙ্গ হৈল কালী।
  126. সোণার ওজন কুঁচের সহিত।
  127. সোণার দাঁড়ে, কাক বসান।
  128. সোণার বেণ্যে যার মিত, তারে বিধি বিড়ম্বিত।
  129. সোণার ক্ষুরে এঁড়্যে, পীর বরাবর নেড়ে।
  130. সোলমাচ লেজ নাড়ে, মেছুনীর কড়ি বাড়ে।
  131. সৌজন্যং যদি কিংপরৈঃ।
  132. সংসর্গ জাদোষ গুণাভবস্তি।
  133. স্ত্রী জালে কাহার রক্ষা।
  134. স্ত্রিয়শ্চরিত্রং পুরুষস্য ভাগ্যং,
    দেবা নজানন্তি কূতো মনুষ্যাঃ।
  135. স্ত্রী পতিকে বামণ জ্ঞান নাই।
  136. স্ত্রীবুদ্ধিঃ প্রলয়ং করী।
  137. স্ত্রীরত্নং দুষ্কলাদপি।
  138. স্ত্রী লোকের অসাধ্য কর্ম্ম নাই।
  139. স্ত্রীলোকের লজ্জা ভূষণ।
  140. স্ত্রিয়ো নাস্তি স্বতন্ত্রতা।
  141. স্থান স্থিতঃ কাপুরুষোপি সিংহঃ।
  142. স্থানের ঘোড়া ঘাস পায় না, দলচরীকে দানা।
  143. স্থির পানী পাতর বিঁধে।
  144. স্নানের সাক্ষী ফোঁটা।
    ভোজনের সাক্ষী পেট মোটা।
  145. স্বকার্য্যমুদ্ধরেৎ প্রাজ্ঞঃ কার্ম্যধ্বংসেচ মূর্খতা।
  146. শ্বঃকার্য্য মদ্য কর্ত্তব্যং।
  147. স্বভাব যায় মলে, ইল্লৎ যায় ধুলে।
  148. স্বচ্ছিদ্রং যদি জানাতি, পরচ্ছিদ্রং ন পশ্যতি।
  149. স্বস্থানে সকলেই রাজ তুল্য।
  150. স্বদেশে পুজ্যতে রাজা।
  151. স্বাদের মুখে ছাই পড়ুক, পেট মাত্র ভরুক।
  152. স্বামীর হাতে ধন থাকিলে, স্ত্রীর নাম লক্ষ্মীমণি।