জেমস লঙ সম্পাদিত
(পৃ. ১৩৪-১৩৭)
◄  
ক্ষ  ►

  1. হউক্‌না কেন কাটের বিড়াল,
    ইঁদুর ধরিলেই হয়।
  2. হওয়া ভাতে কাটী।
  3. হক কহিতে আহাম্মক রুষ্ট, (বা বেজার)
  4. হত গজ করো না।
  5. হতং যজ্ঞ মদক্ষিণং।
  6. হদ্দ হৈলাম দেখে শুনে।
  7. হবচন্দ্র রাজা, গবচন্দ্র পাত্র।
  8. হরি ঘোষের গোয়াল।
  9. হরি নামে খোঁজ নাই, ফটিকে রাঙ্গা থোপ।
  10. হরির খুড়ো
  11. হস্তগত বস্তুই আপনার হয়।
  12. হস্তীহস্ত সহস্রেণ শতহস্তেন বাজিনঃ।
  13. হস্তী কাঁধে যেবা যায়, হম্বারবে সে ডরায়।
  14. হাঁ করিলে গাঁয়ের বার্ত্তা পাওয়া যায়।
  15. হাঁচি টিক্‌টিকি বাঁধা, যে না মানে সে গাধা।
  16. হাঁড়ী শুদ্ধই অলবণ।
  17. হাকিম ফেরে, তবু হুকুম ফেরে না।
  18. হাটে কলা নৈবেদ্যায় নমঃ।
  19. হাটে কি দর চাউল, না মামার ভাতে আছি।
  20. হাটে মামা হারাণ।
  21. হাটে রাঁধে হাটে খায়,
    শয়ন করে যথায় তথায়।
  22. হাটে হাঁড়ী ভাঙ্গা।
  23. হাটের দুয়ারে কবাট
  24. হাটের নেড়্যে হুজুক চায়।
  25. হাটের মাঝে ব্রহ্মজ্ঞান।
  26. হাড়ির ঘরে কড়ি হৈলে শূয়রকে মারে ঝাঁটা।
  27. হাত আলস্য পায়ের দোষে।
    শত্রুবাড়ে দেশে দেশে॥
  28. হাত আলস্যে গোঁপ নষ্ট।
  29. হাত ছোট আম্বা বড়।
  30. হাত ঝাড়িলে পর্ব্বত।
  31. হাত ঝাড়িলে বোঝা।
  32. হাত দিয়ে কি হাতী ঠেলা।
  33. হাত ধুয়ে খালাস।
  34. হাতে না মেরে ভাতে মারা।
  35. হাতে নেই কড়ি। কিন্তে চায় ঘুড়ী॥
  36. হাতী দল দল্যাতে পড়িলে চামচিকে নাথী মারে।
  37. হাতী পর হাওদা ঘোড়ে পর জিন।
    জল্‌দি যাও ওয়ারেন হষ্টিন্‌॥
  38. হাতী ফাঁদে পড়িলে, ব্যাঙও নাথী মারে।
  39. হাতী হাঁড়োলে পড়িলে ব্যাঙ্‌ও চাইট মারে
  40. হাতীর গলায় ঘণ্টা।
  41. হাতীর দাঁত সোণাদিয়ে বাঁধন।
  42. হাতীর দর্পচূর্ণ হয় গেলে পাহাড়ের কাছে।
  43. হাতীর নাদ দেখে শশকের প্রাণ ফাটে।
  44. হাতীর পীঠ কখন খালি থাকে না।
  45. হাতীর মুখে দূর্ব্বাঘাস।
  46. হাতীর পাঁচ পা দেখা।
  47. হাতীর সঙ্গে বেঁড়ে বলদ।
  48. হাতীর সঙ্গে বেঁড়ে বলদের ঠেস।
  49. হাতে নাই ধন, দরিদ্রের পুড়ে মন।
  50. হাতে পাঁজি মঙ্গলবার।
  51. হাতের ঢেলা ছুড়িলে পাওয়া যায় না।
  52. হাতের লক্ষ্মী পা দিয়ে ঠেলা।
  53. হাতের শাঁখা দর্পণে দেখা।
  54. হাতে লক্ষ্মী বলে লক্ষ্মীছাড়া।
  55. হাবা পোদ, ওলকে বলে তালের নোদ।
  56. হায়রে আমড়া, কেবল আঁটি আর চামড়া।
  57. হাস্‌তে হাস্‌তে কপাল ব্যথা।
  58. হিজলের মুড়ায় নৌকা বাঁধা গিয়াছে।
  59. হিন্দুর গাই, মুছলমানের হারাম।
  60. হিন্দুর দেবতা উপরে চিকন্‌ চিকন্‌ ভিতরে খ্যাড়।
  61. হিরে ফেলে অঙ্গার লওয়া।
  62. হীনসেবা ন কর্ত্তব্যা কর্ত্তব্যো মহদাশ্রয়ঃ।
  63. হেগো নাড়ী মুখে টন্‌কো।
  64. হেটো ষাঁড় হাজার মার, কল ছাড়েনা।
  65. হেলা স্যাৎ কার্য্য নাশায়।
  66. হেলে ধর্‌তে পারেনা, কেউটে ধর্‌তে যায়।
  67. হেলে নয় গিরগিটি নয় মনসার সঙ্গে বাদ।
  68. হেল্যে যায় হাল নিয়ে।
    বিধাতা যায় তুল নিয়ে॥
  69. হেলে যায় চোষ্‌তে বামণ যায় বস্‌তে।