তোমার হ’ল সুরু, আমার হ’ল সারা,
তোমায় আমায় মিলে এম্‌নি বহে ধারা
তোমার জ্বলে বাতি,
তোমার ঘরে সাথী,—
আমার তরে রাতি,
আমার তরে তারা।৷

তোমার আছে ডাঙা, আমার পারাবার;
তোমার ব’সে থাকা, আমার খেয়া পার;
তোমার হাতে রয়,
আমার হাতে ক্ষয়,
তোমার মনে ভয়,
আমার ভয় হারা॥