প্রবাহিণী/অবসান/৪
(পৃ. ৭৯)
৪
তোমার শেষের গানের রেশ নিয়ে কানে
চ'লে এসেছি,
কেউ কি তা জানে॥
তোমার আছে গানে গানে গাওয়া,
আমার কেবল চোখে চোখে চাওয়া,
মনে মনে মনের কথাখানি
ব'লে এসেছি,
কেউ কি তা জানে॥
ওদের তখন নেশা ধ’রেছিল,
রঙীন রসে প্যালা ভ’রেছিল ৷
তখনো ত কতই আনাগোনা,
নতুন লোকের নতুন চেনাশোনা;
আমি কেবল ফিরে আসার আশা
দ’লে এসেছি,
কেউ কি তা জানে॥