প্রবাহিণী/ঋতুচক্র/২৪
(পৃ. ১৪০-১৪১)
২৪
বাদল ধারা হ’ল সারা, বাজে বিদায় সুর,
গানের পালা শেষ ক’রে দে, যাবি অনেক দূর॥
ছাড়ল খেয়া ওপার হ’তে
ভাদ্রদিনের ভরা স্রোতে,
দুল্চে তরী নদীর পথে তরঙ্গ-বন্ধুর॥
কদমকেশর ঢেকেছে আজ বনতলের ধূলি,
মৌমাছিরা কেয়াবনের পথ গিয়েছে ভুলি।
অরণ্যে আজ স্তব্ধ হাওয়া,
আকাশ আজি শিশির-ছাওয়া,
আলোতে আজ স্মৃতির আভাস
বৃষ্টির বিন্দুর॥