প্রবাহিণী/ঋতুচক্র/২৫
(পৃ. ১৪১)
২৫
আজি হৃদয় আমার যায়-যে ভেসে
যার পায়নি দেখা তার উদ্দেশে॥
বাঁধন ভোলে, হাওয়ায় দোলে,
যায় সে বাদল মেঘের কোলে
কোন্ সে অসম্ভবের দেশ॥
সেথায় বিজন সাগর কূলে
শ্রাবণ ঘনায় শৈলমূলে।
রাজার পুরে তমাল গাছে
নূপুর শুনে ময়ুর নাচে
সুদুর তেপান্তরের শেষে॥