প্রবাহিণী/প্রত্যাশা/৩১

৩১

তরীতে পা দিইনি আমি পারের পানে যাইনি গো ৷
ঘাটেই ব’সে কাটাই বেলা আর কিছুতো চাইনি গো॥
তোরা যাবি রাজার পুরে
অনেক দূরে,
তোদের রথের চাকার সুরে আমার সাড়া পাইনি গো॥
আমার এ যে গভীর জলে খেয়া বাওয়া,
হয়ত কখন নিসুত রাতে উঠবে হাওয়া।
আসবে মাঝি ওপার হতে উজান স্রোতে,
সেই আশাতেই চেয়ে আছি, তরী আমার বাইনি গো॥