প্রবাহিণী/প্রত্যাশা/৩২

৩২

ফিরবে না তা জানি;
আহা তবু তোমার পথ চেয়ে
জ্বলুক প্রদীপ খানি॥
গাঁথবেনা মালা জানি মনে
আহা তবু ধরুক মুকুল আমার বকুল বনে
প্রাণে ঐ পরশের পিয়াস আনি॥
কোথায় তুমি পথ ভোলা
তবু থাক্ না আমার দুয়ার খোলা।
রাত্রি আমার গীতহীনা,
আহা তবু বাঁধুক সুরে বাঁধুক তোমার বীণা,
তারে ঘিরে ফিরুক কাঙাল বাণী॥