প্রবাহিণী/বিবিধ/১৬
(পৃ. ১০৮)
১৬
সে কোন বনের হরিণ ছিল আমার মনে
কে তারে বাঁধল অকারণে॥
গতি-রাগের সে ছিল গান, আলো ছায়ার সে ছিল প্রাণ,
আকাশকে সে চম্কে দিত বনে ৷
কে তারে বাঁধল অকারণে॥
মেঘলা দিনের আকুলতা বাজিয়ে যেত পায়ে
তমাল ছায়ে ছায়ে।
ফাগুনে সে পিয়াল তলায় কে জানিত কোথায় পলায়
দখিনহাওয়ার চঞ্চলতার সনে।
কে তারে বাঁধল অকারণে॥