প্রবাহিণী/বিবিধ/১৭
(পৃ. ১০৮-১০৯)
১৭
আমার এ পথ তোমার পথের থেকে
অনেক দূরে গেছে বেঁকে॥
আমার ফুলে আর কি কবে,
তোমার মালা গাঁথা হবে,
তোমার বাঁশি দূরের হাওয়ায় কেঁদে বাজে কারে ডেকে।৷
শ্রান্তি লাগে পায়ে পায়ে,
বসি পথের তরুছায়ে।
সাথীহারার গোপন ব্যথা
বল্ব যারে সেজন কোথা,
পথিকরা যায় আপন মনে, আমারে যায় পিছে রেখে।৷