প্রবাহিণী/বিবিধ/৩৩
(পৃ. ১২১-১২২)
৩৩
জয় যাত্রায় যাওগো,
ওঠ’ জয় রথে তব।
মোরা জয় মালা গেঁথে
আশা চেয়ে বসে র’ব।
আঁচল বিছায়ে রাখি
পথ-ধূলা দিব ঢাকি,
ফিরে এলে হে বিজয়ী হৃদয়ে বরিয়া ল’ব।
আঁকিয়ো হাসির রেখা
সজল আঁখির কোণে,
নব বসন্ত শোভা
এনো এ কুঞ্জ বনে।
সোনার প্রদীপে জ্বালো
আঁধার ঘরের আলো,
পরাও রাতের ভালে চাঁদের তিলক নব॥