প্রবেশদ্বার:ভ্রমণকাহিনী
এই প্রবেশদ্বার অথবা অনুচ্ছেদটি পরিবর্ধন বা বড় কোনো পুনর্গঠনের মধ্যে রয়েছে। এটির উন্নয়নের জন্য আপনার যে কোনো প্রকার সহায়তাকে স্বাগত জানানো হচ্ছে। যদি এই প্রবেশদ্বার অথবা অনুচ্ছেদটি কয়েকদিনের জন্য সম্পাদনা করা না হয়, তাহলে অনুগ্রহপূর্বক এই টেমপ্লেটটি সরিয়ে ফেলুন। এই পাতাটির সর্বশেষ সম্পাদনা করেছেন Bodhisattwa (আলাপ | অবদান) ৩ বছর আগে। (শোধন) |
ভূমিকা
নির্বাচিত ভ্রমণকাহিনী
নেপালে বঙ্গনারী শিবনাথ শাস্ত্রীর প্রথম সন্তান লেখিকা হেমলতা দেবী রচিত একটি ভ্রমণকাহিনী। স্বামী ডাঃ বিপিনবিহারী সরকারের কর্মস্থল নেপালে গিয়ে কিছুদিন বসবাস করার সময় ‘নেপালে বঙ্গনারী’ বইটি প্রকাশিত হয়। নেপালে অবস্থান কালে তিনি নেপাল সম্বন্ধে প্রবাসী নামক পত্রিকায় কয়েকটি প্রবন্ধ প্রকাশ করেছিলেন, সেই সূত্র ধরে পাঠকদের নেপাল সংক্রান্ত কৌতুহল নিরসনের উদ্দেশ্যে তিনি এই বইটি প্রকাশ করেন। বইটি লিখতে গিয়ে নেপালের ইতিহাস সুংক্রান্ত তথ্যপ্রদান করতে ডাক্তার হেনরি ওলডফিলড, ড্যানিয়েল রাইট, ব্রায়ান হডসন ইত্যাদি লেখকদের বৃত্তান্তের সাহায্য নিয়েছেন।
লেখক
ভূ-পর্যটক রামনাথ বিশ্বাস ১৯৩১ সালে সিঙ্গাপুর থেকে প্রথমবারের জন্য সাইকেলে বিশ্বভ্রমণে বের হন এবং পূর্ব এশিয়া ও কানাডা হয়ে দুবছর পর দেশে ফিরে আসেন। ১৯৩৪ সালে তিনি আফগানিস্তান, পারস্য হয়ে ইউরোপ ভ্রমণ করেন। ১৯৩৮ সালে তিনি তৃতীয়বারের জন্য বের হন এবন্নগ আফ্রিকা ও আমেরিকা দর্শন করেন। ভারতভাগের পর তিনি পূর্ব পাকিস্তানে নিজের প্রকাশনা সংস্থা খুলে তার ভ্রমণকাহিনী প্রকাশ করেন।