নীলপদ্ম

আমি দেবতার অনিমেষ আঁখি
জেগে আছি দিনযামী,
আমি কামনাব নীল শতদল
মর্ত্ত্যে এসেছি নামি’!
সৌরভে মম আকুল পাথারে
নাবিকেরা পায় দিশা,

সূর্য্য-পরাগ গর্তে ধরেছি
আমি সুনিবিড় নিশা!
আমি চির শুভ, আমি চির ধ্রুব
চলৎ-লহর বুকে,
আমি জগতের অন্তরাত্মা
রয়েছি ধেয়ান-সুখে!
সোনার সূতায় বাঁধিয়া রেখেছি
শ্যামল পাপ্‌ড়ি গুলি,
সাগরে বসতি করি নিতি, তবু,
ঢেউয়ে ঢেউয়ে নাহি দুলি।