শতদল

আজিকে কেবল ওগো শতদল!
মৃদু হিল্লোলে দোলা,
দিকে দিকে দিকে পাপড়ি গুলিকে
একে একে একে খোলা।
থেমে গেছে ঝড় থেমেছে বাদল,
আকাশে না বাজে মেঘের মাদল
বাতাস মৃদুল শেফালি দোদুল
স্বপনে আপন-ভোলা!
ওগো শতদল আজিকে কেবল
হিল্লোল-ভরে দোলা।


সীস্‌ মহলের রূপসী দলের
ঘোম্‌টা আজিকে খোলা!
মাথার উপরে তক্‌ তক্‌ করে
আকাশের পরকোলা!
দিকে দিকে ওড়ে গেরুয়া নিশান,
দিকে দিকে ওঠে গম্ভীর গান
দিগ্বিজয়ীর যতগুলি তীর
তূণীরে সে আজি তোলা;
সীস্‌ মহলের রূপসী দলের
অবগুণ্ঠন খোলা!

নাই আর আজি নীপে ভরা সাজি
ঝুলনের হিন্দোলা;—
মনের হরষে ডালিমের রসে
গোলাপী কাজল গোলা!
পেখম ধরেনা ময়ূর আজিকে
কোকিলের তান নাই দিকে দিকে,
উদাসীন প্রায় আছে নিরালায়
হতবাক্‌ হরবোলা;
নীপে ভরা সাজি নাই আর আজি,
নাই ঝুলনের দোলা।


ওগো শতদল! আজিকে কেবল
সব কোলাহল ভোলা,
রাঙা টুক্‌টুক্‌ পাপড়ি ঝিনুক
নিভৃতে ভরিয়া তোলা!
জ্যোৎস্না-মাখানো মরালের পাখা
আঁখি মেলে আজ তারি পানে তাকা,
বর্ষা চুকায়ে বিজুলি লুকায়ে
শাদা মেঘে চোখ বোলা;
(আজ) সীস্‌ মহলের সকল তলের
সকল ঝরোখা খোলা!