বিরহী

গাঙে যখন জোয়ার আসে
থেকো তুমি সাগরে;
ওই পরশে সরস বারি
মাখব অঙ্গে আদরে।
হারা আমার হিয়ার টানে
চেয়ো বারেক তারার পানে,
পড়ব দোহে দোঁহার লিপি
আকাশ-ভরা আখরে!