উন্মনা

একটি জোড়া চোখের দিঠি ফিরত না,
দেখতে পেলেই ফিরে ফিরে চাইত;
আজকে আমি তাহার লাগি উন্মনা,
আজকে সে আর নাইত কোথাও নাইত’!

দেখিনি তায় সকল বেলায় মন্দিরে,
বৈকালে সে ঝর্ণা-তলায় যায়নি!
খুঁজেছি সব শৈল-পথের সন্ধি রে
তবুও তার দেখা কোথাও পাইনি।

আজকে দেশে ফিরতে হবে আমায় গো
কোথায় তুমি চারু-চোখের-দৃষ্টি!
এস বারেক আমায় দিতে বিদায় গো,
দৃষ্টি করুক প্রসাদী ফুল বৃষ্টি।

প্রাণের এ ডাক শুনতে কি গো পেলেই না?
প্রাণের এ ডাক পৌঁছাল না মর্ম্মে?
চারু চোখে চাইলে না আর এলেই না?
না জানি ডাক পৌঁছাবে কোন্‌ জন্মে।