স্বর্ণমৃগ

সোনার হরিণ চলে গেল হায়
মনোলোভা রূপ ধ’রে,
বিস্মিত হিয়া রহিতু চাহিয়া
তাহারি পথের ‘পরে!
আঁখি পালটিতে ফিরে দেখা দিল,
গেল ফিরে লীলা ভরে;
আকুল নিশাস পড়িল আমার
পাঁজর শূন্য ক’রে।