ফুলের ফসল/ভগ্নহৃদয়
(পৃ. ৪২-৪৩)
ভগ্নহৃদয়
একজনে ভুলেছে যখন
আরেক জনেও ভুলবে গো!
চিতার কালি ডুবিয়ে দিয়ে
সবুজ তৃণ দুল্বে গো!
নগ্ন বনে শীতের শেষে
ফাগুন ফিরে আস্বে হেসে,
সবুজ শাখে অবুঝ পাখী
নূতন ধ্বনি তুল্বে গো!
কালিন্দী আর গঙ্গাধারা
দীর্ঘ পথের সঙ্গী তারা,—
ভুল্বে তারাও পরস্পরে
যুক্তবেণী খুলবে গো!