ফুলের ফসল/পুরাণো প্রেম

পুরানো প্রেম

ভুলব ভেবে ভুল করেছি,
ভোলা অত সহজ নয়;
অনেক দিনের অনেক দুখের
ভালোবাসায় অনেক সয়!
পরশখানি বুকের কাছে
এখনো হায় জড়িয়ে আছে,
ছড়িয়ে আছে সবার মাঝে,
জড়িয়ে আছে জগৎময়!
হাসি খেলায় চোখের জলে
জড়িয়ে আছে নানান্‌ ছলে,
শুন্‌লে পরে মধুর স্বরে
হঠাৎ মনে তারেই হয়!
জড়িয়ে আছে ফুল তোলাতে,—
শ্রাবণ নিশির হিন্দোলাতে,
তন্দ্রণময়ী জ্যোৎস্না সাথে
স্বপ্নে এসে কথা কয়!